ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পর মাসখানেক কাটতে না কাটতেই বেজে যাবে আইপিএলের দামামা। বোর্ড সূত্রের খবর, আইপিএলের (IPL 2022) আগামী মরশুমের নিলাম পর্ব মাঝ ডিসেম্বরেই। খুব সম্ভবত ১৬ ডিসেম্বর। ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিসিসিআই। এমনকী ফ্র্যাঞ্চাইজিগুলিকে বেসরকারিভাবে জানিয়েও দেওয়া হয়েছে। আগামী মাসে বোর্ডের নির্বাচন পর্ব মিটে গেলেই বিসিসিআই (BCCI) নিলামের প্রস্তুতি শুরু করে দেবে।
গত আইপিএলের আগেই ১০টি দল নিয়ে মেগা নিলামের (IPL Auction) আয়োজন করেছিল বোর্ড। তবে এবারে আর মেগা নিলাম হবে না। এবারের নিলাম পর্ব হবে অনেক সংক্ষেপে। অনেক কম সংখ্যক ক্রিকেটার অংশ নেবেন। সেকারণেই একদিনে মিটিয়ে ফেলা হবে এই মিনি নিলাম পর্ব। সব ঠিক থাকলে সেটা ১৬ ডিসেম্বরই হবে। নিলামের ভেন্যু অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। সেটা ঠিক হয়ে গেলেই ফ্র্যাঞ্চাইজিগুলিকে জানিয়ে দেওয়া হবে। তবে মিনি নিলামের অনেক আগেই খুলে যেতে পারে ট্রেডিং ইউনডো। যাতে ১০টি দল একে অপরের ক্রিকেটারদের সই করানোর সুযোগ পাবে। সূত্রের খবর, এবারে ট্রেডিং ইউনডো (Trading Window) অনেক বেশিদিন ধরে খোলা রাখতে চায় বোর্ড। নিলামের সপ্তাহখানেক আগে পর্যন্ত সেটা খোলা থাকবে। আবার নিলামের পরেও খুলতে পারে।
সব ঠিক থাকলে আইপিএলের খেলা শুরু হওয়ার কথা মার্চের তৃতীয় সপ্তাহে। অর্থাৎ টুর্নামেন্টের মাস তিনেক আগেই নিলাম হয়ে যাবে। যা টুর্নামেন্টের ইতিহাসে বিরল। শেষ পর্যন্ত ডিসেম্বরে নিলাম হলে এক বছরের মধ্যেই দু’বার আইপিএলের নিলাম দেখবে ক্রিকেট বিশ্ব। এর আগে ২০১৮ সালে জানুয়ারি এবং ডিসেম্বরে নিলাম হয়েছিল। তারপরই এবার ফেব্রুয়ারি এবং ডিসেম্বরে নিলাম হওয়ার কথা।
ডিসেম্বরে নিলাম হওয়ার অর্থ টি-২০ বিশ্বকাপে নজরকাড়া তারকারা আইপিএলে মোটা অঙ্কের দর পেতে পারেন। বিশেষ করে তুলনামূলকভাবে অখ্যাত যেসব তারকা বিশ্বকাপে ভাল পারফর্ম করবেন, তাঁর মোটা অঙ্কে দল পেয়ে যেতে পারেন। নিলামে প্রতিটি দল ৯৫ কোটি টাকা নিয়ে নামতে পারবে, যা গত বারের থেকে পাঁচ কোটি বেশি। পাশাপাশি কোনও দল যদি কোনও ক্রিকেটারকে ছেড়ে দেয়, তা হলে অতিরিক্ত অর্থ নিয়ে নামার সুযোগ থাকছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.