আইপিএলের পঞ্চদশ সংস্করণের মেগা নিলাম পর্ব শুরু বেঙ্গালুরুতে। উপস্থিত বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ বোর্ডের শীর্ষ কর্তারা। মোট ৬০০ জন ক্রিকেটার আগামী দু’দিনে নিজেদের ভাগ্য পরীক্ষা করবেন। এর মধ্যে দল পেতে পারেন সর্বোচ্চ ২১৭ জন। ১০টি দল কোটি কোটি টাকা নিয়ে অপেক্ষায়। একনজরে আইপিএল নিলামের সব আপডেট।
রাত ৯টা ৩০: মুরুগান অশ্বিনকে ১ কোটি ৬০ লক্ষ টাকায় দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। ৫০ লক্ষের বিনিময়ে লখনউয়ে যোগ দিলেন অঙ্কিত সিং রাজপুত।
রাত ৯টা ১০ মিনিট: কার্যত অপ্রত্যাশিতভাবে ১০ কোটি টাকা দিয়ে আবেশ খানকে দলে নিল লখনউ সুপার জায়ান্টস।
রাত ৯টা: ৪ কোটি টাকায় সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিলেন কার্তিক ত্যাগী। ৩.৪ কোটি টাকায় আরসিবি পেল অনুজ রাওয়াতকে।
রাত ৮টা ২০: হরপ্রীত ব্রারকে দলে নেওয়ার চেষ্টা চালালেও শেষমেশ ব্যর্থই হয় কেকেআর। ৩ কোটি ৮ লক্ষ টাকায় তাঁকে দলে নিল পাঞ্জাব কিংস। ২ কোটি ৪০ লক্ষ টাকার বিনিময়ে আরসিবিতে খেলবেন শাহবাজ আহমেদ।
রাত ৮টা ০৩ মিনিট: গত মরশুমে ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। এবার তাই সেই রাহুল তেওটিয়াকে নেওয়ার ইচ্ছা প্রকাশ করল একাধিক ফ্র্য়াঞ্চাইজি। বিড পালটা বিডে তাঁর দর উঠল ৯ কোটি। গুজরাট টাইটান্স দলে খেলবেন তিনি। এদিকে, কমলেশ নাগরাকটিকে ১ কোটি ১০ লক্ষে তুলে নিল দিল্লি।
সন্ধে ৭টা ৫৫ মিনিট: ফাস্ট বোলার শিবম মাভিকে নিতে চলে চরম টানাটানি। শেষমেশ ৭ কোটি ২৫ লক্ষ টাকায় নাইট শিবিরেই ঢুকে পারলেন তিনি।
Congratulations @KKRiders – @ShivamMavi23 is back in purple and gold 💜💜#TATAIPLAuction @TataCompanies pic.twitter.com/paOvBBaTKI
— IndianPremierLeague (@IPL) February 12, 2022
সন্ধে ৭টা ৪৫মিনিট: অলরাউন্ডার শাহরুখ খানকে নিতে শুরুতেই ঝাঁপায় কেকেআর। আসরে নামে পাঞ্জাব এবং চেন্নাইও। শেষমেশ বাজিমাত করে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। ৯ কোটি টাকায় শাহরুখকে কিনে নিল পাঞ্জাব।
সন্ধে ৭টা ৪০ মিনিট: ২০ লক্ষ টাকা ন্যূনতম মূল্য থেকে অভিষেক শর্মা বিক্রি হলেন ৩ কোটি ৮০ লক্ষ টাকায়। তিনি খেলবেন রাজস্থান রয়্যালসের হয়ে। ২০ লক্ষ টাকা দিয়ে দিল্লি ক্যাপিটালস কিনে নিল সরফরাজ খানকে।
সন্ধে ৭টা ৩৫ মিনিট: প্রতিভাবান তরুণ অলরাউন্ডার রিয়ান পরাগকে ৩ কোটি ৮০ লক্ষের বিনিময়ে কিনে নিল রাজস্থান রয়্যালস। তাঁর জন্য লড়াই চালিয়েও ব্যর্থ গুজরাট।
সন্ধে ৭টা ৩০ মিনিট: রাহুল ত্রিপাঠীকে নিয়ে দড়ি টানাটানি শুরু হয় কেকেআর আর চেন্নাই সুপার কিংসের মধ্যে। তবে পরে ঢুকে চড়া দর হাঁকিয়ে বাজিমাত করে হায়দরাবাদ। এবারের নিলামে তিনি দাম পেলেন সাড়ে ৮ কোটি টাকা।
সন্ধে ৭টা: প্রিয়ম গর্গ ন্যূনতম মূল্য ২০ লক্ষেই বিক্রি হলেন সানরাইজার্স হায়দরাবাদে।
সন্ধে ৬টা ৩৮: প্রত্যাশার থেকে খানিকটা কমই দর পেলেন ভারতের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। সাড়ে ৬কোটিতেই তাঁকে দলে পেয়ে গেল রাজস্থান। তবে প্রথম পর্বে দল পেলেন না অমিত মিশ্র।
সন্ধে ৬.৩২: ৫ কোটি ২৫ লক্ষ টাকায় আসন্ন আইপিএলে পাঞ্জাব কিংসের জার্সি গায়ে খেলবেন ভারতীয় লেগ স্পিনার রাহুল চাহার।
সন্ধে ৬.২৫: প্রথম বিডে অজি স্পিনার অ্যাডাম জাম্বাকে নিল না কোনও দল।
সন্ধে ৬.২০: ২ কোটি টাকা দিয়ে চায়নাম্যান কুলদীপ যাদবকে দলে পেয়ে গেল দিল্লি ক্যাপিটালস। এই দলেই ২ কোটি টাকায় খেলবেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান।
সন্ধে ৬.১৫: নিলামের প্রথম দফায় দক্ষিণ আফ্রিকার তারকা স্পিনার ইমরান তাহির অবিক্রিত থেকে গেলেন। প্রথম বিডে দল পেলেন না আফগান স্পিনার মুজিব জার্দান এবং ইংলিশ তারকা আদিল রশিদও।
সন্ধে ৬টা ১০: ন্যূনতম দাম ছিল ২ কোটি। সেখান থেকে শুরু হয় দড়ি টানাটানি। অবশেষে পাঞ্জাব, চেন্নাই ও গুজরাটকে পিছনে ফেলে ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় ভারতীয় তারকা পেসার শার্দূল ঠাকুরকে পেল দিল্লি ক্যাপিটালস।
How is that for a bid? @DelhiCapitals fans are you happy to have Shardul in your team? #TATAIPLAuction @TataCompanies pic.twitter.com/SDcyitfNuq
— IndianPremierLeague (@IPL) February 12, 2022
সন্ধে ০৬টা ০২: ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারকে ৪ কোটি ২০ লক্ষ টাকায় কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ।
সন্ধে ৬টা: ৭ কোটি ২৫ লক্ষ টাকার বিনিময়ে লখনউয়ে গেলেন ইংল্যান্ডের মার্ক উড।
বিকাল ৫টা ৫৪ মিনিট: অজি পেসার জস হ্যাজেলউডকে ৭ কোটি টাকায় কিনল কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
বিকাল ৫টা ৪৫ মিনিট: আরেক প্রাক্তন কেকেআর তারকা লকি ফার্গুসনকে গুজরাট টাইটান্স কিনে নিল ১০ কোটি টাকায়।
Fast bowler Lockie Ferguson is SOLD to @gujarat_titans for INR 10 crore 🔥😎#TATAIPLAuction @TataCompanies
— IndianPremierLeague (@IPL) February 12, 2022
বিকাল ৫টা ৪০ মিনিট: প্রাক্তন কেকেআর তারকা প্রসিদ্ধ কৃষ্ণ এবার খেলবেন রাজস্থানে। ১০ কোটি টাকা দিয়ে ভারতীয় দলের পেসারকে কিনল RR।
বিকাল ৫টা ৩০ মিনিট: ১০ মিনিটের বিরতির পর ১৪ কোটি টাকায় দীপক চাহারকে কিনল চেন্নাই সুপার কিংস। দল পেলেন না উমেশ যাদব।
.@deepak_chahar9 is SOLD to @ChennaiIPL for INR 14 crore 👌😎💰#TATAIPLAuction @TataCompanies
— IndianPremierLeague (@IPL) February 12, 2022
বিকাল ৫টা ২০ মিনিট: ৪ কোটি টাকায় সানরাইজার্স হায়দরাবাদ কিনে নিল টি নটরাজনকে।
বিকাল ৫টা: নিকোলাস পুরানের জন্য জোড় লড়াই কেকেআর এবং হায়দরাবাদের জন্য। শেষ পর্যন্ত হায়দরাবাদের কাছে পরাস্ত হল নাইটরা। পুরানকে ১০ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে কিনে নিল দক্ষিণের দলটি।
.@jbairstow21 is sold to @PunjabKingsIPL for INR 6.75 crore#TATAIPLAuction @TataCompanies
— IndianPremierLeague (@IPL) February 12, 2022
বিকাল ৪টে ৪৯ মিনিট: সাড়ে ৫ কোটিতে দীনেশ কার্তিককে কিনল আরসিবি। ঋদ্ধিমান সাহার জন্য বিড করল না কোনও দলই। সঞ্জীব গয়েঙ্কার লখনউ বা কেকেআর কেউই ঋদ্ধির প্রতি আগ্রহ দেখাল না।
বিকাল ৪টে ৪০ মিনিট: ৬ কোটি ৭৫ লক্ষ টাকায় জনি বেয়ারস্টোকে কিনল পাঞ্জাব কিংস।
বিকাল ৪টে ৩২ মিনিট: ঈশান কিষানকে নিয়ে দড়ি টানাটানি। দীর্ঘক্ষণ লড়াইয়ের পর ১৫ কোটি ২৫ লক্ষ টাকায় ঈশানকে ধরে রাখল মুম্বই। যুবরাজ সিংয়ের পর আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দর পেলেন তিনি।
বিকাল ৪টে ২০ মিনিট: ৬ কোটি ৭৫ লক্ষ টাকায় রায়ডুকে কিনল চেন্নাই সুপার কিংস। আগেও চেন্নাইয়ে ছিলেন তিনি।
.@RayuduAmbati is SOLD to @ChennaiIPL for INR 6.75 crore – He is back in yellow 🙂#TATAIPLAuction @TataCompanies
— IndianPremierLeague (@IPL) February 12, 2022
বিকাল ৪টে ১৫: অবিক্রিত থেকে গেলেন মহম্মদ নবি, ম্যাথু ওয়েডরা।
বিকেল ৪টা ১২ মিনিট: সাড়ে ৬ কোটি টাকায় অজি অল-রাউন্ডার মিচেল মার্শকে কিনল দিল্লি ক্যাপিটালস।
বিকেল ৪টে ৫ মিনিট: ভাই হার্দিক আহমেদাবাদে। দাদা ক্রুণাল পাণ্ডিয়াকে ৮ কোটি ২৫ লক্ষ টাকায় কিনে নিল আরেক নতুন দল লখনউ।
.@krunalpandya24 SOLD to @LucknowIPL for INR 8.25 crore 💰😎#TATAIPLAuction @TataCompanies
— IndianPremierLeague (@IPL) February 12, 2022
দুপুর ৩টে ৫৫ মিনিট: চমক দিলেন টিম ইন্ডিয়ার অল-রাউন্ডার ওয়াশিংটন সুন্দরও। ৮ কোটি ৭৫ লক্ষ টাকায় সুন্দরকে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ।
দুপুর ৩ টে ৫০ মিনিট: নিলামে চমক দিলেন শ্রীলঙ্কার অল-রাউন্ডার হাসারাঙ্গা। ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় এই মিস্ট্রি স্পিনারকে কিনল আরসিবি।
We are back with the franchises bidding for Wanindu Hasaranga and he is SOLD to INR 10.75 crore to @RCBTweets #TATAIPLAuction @TataCompanies
— IndianPremierLeague (@IPL) February 12, 2022
দুপুর ৩টে ৩০ মিনিট: অসুস্থ সঞ্চালক হিউ এডমিডাস। তাঁর বদলে আইপিএলের নিলামের সঞ্চালনা করবেন চারু শর্মা। ফের নিলাম শুরু হবে ৩টে ৪৫ মিনিটে।
Mr. Hugh Edmeades, the IPL Auctioneer, had an unfortunate fall due to Postural Hypotension during the IPL Auction this afternoon.
The medical team attended to him immediately after the incident & he is stable. Mr. Charu Sharma will continue with the Auction proceedings today. pic.twitter.com/cQ6JbRjj1P
— IndianPremierLeague (@IPL) February 12, 2022
দুপুর ২টো ৪০ মিনিট: সঞ্চালক হিউ এডমিডাস সুস্থই রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ মতো তাঁকে বিশ্রামে পাঠানো হয়েছে এডমিডাসকে। নিলামপর্ব ফের শুরু হবে সাড়ে ৩ টেয়।
দুপুর ২টো ১৮ মিনিট: আইপিএলের নিলাম চলাকালীন অঘটন। হঠাত সংজ্ঞাহীন হয়ে পড়লেন সঞ্চালক হিউ এডমিডাস। আপাতত বন্ধ নিলাম।
দুপুর ২ টো: দীপক হুডাকে ৫ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনল লখনউ সুপারজায়ান্ট।
দুপুর ১টা ৫৫ মিনিট: গতবারের বেগুনি টুপির মালিক হর্ষল প্যাটেলকে ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনল আরসিবি।
দুপুর ১টা ৫০ মিনিট: ৮ কোটি ৭৫ লক্ষ টাকায় জ্যাসন হোল্ডারকে কিনল লখনউ। অবিক্রিত বিশ্বের সেরা অল-রাউন্ডার।
দুপুর ১টা ৪৪ মিনিট: ৮ কোটি টাকায় নীতীশ রানাকে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স। গতবার নাইট শিবিরেই ছিলেন তিনি। নাইটদের হাতে রইল আর মাত্র ২০ কোটি টাকা।
Nitish Rana is next and he has attracted some BIG bids at the moment –
Current bid at INR 8 Crore with @KKRiders and he is SOLD to KKR #TATAIPLAuction @TataCompanies
— IndianPremierLeague (@IPL) February 12, 2022
দুপুর ১টা ৪২ মিনিট: ৪ কোটি টাকায় চেন্নাইয়ে ফিরলেন ডুয়েন ব্রাভো।
.@DJBravo47 is SOLD to @ChennaiIPL for INR 4.40 Crore #TATAIPLAuction @TataCompanies
— IndianPremierLeague (@IPL) February 12, 2022
দুপুর ১টা ৩৬ মিনিট: প্রথম দফায় দল পেলেন না সুরেশ রায়না, আনসোল্ড স্টিভ স্মিথও।
দুপুর ১টা ৩৫ মিনিট: মোটা অঙ্কে দেবদত্ত পাড়িক্কলকে কিনে নিল রাজস্থান রয়্যালস। তরুণ ব্যাটার পেলেন ৭ কোটি ৭৫ লক্ষ।
দুপুর ১টা ২৮ মিনিট: জ্যাসন রয়কে ২ কোটি টাকায় কিনল গুজরাট টাইটান্স। অবিক্রিত থেকে গেলেন ডেভিড মিলার।
দুপুর ১টা ২৫ মিনিট: সাড়ে ৮ কোটি টাকায় শিমরন হেটমেয়ারকে কিনল রাজস্থান রয়্যালস। রবিন উথাপ্পাকে ফের ২ কোটি টাকায় কিনে নিল চেন্নাই সুপার কিংস।
দুপুর ১টা ২০ মিনিট: বিরতির পর ফের শুরু নিলাম। মণীশ পাণ্ডেকে ৪ কোটি ৬০ লক্ষ টাকায় কিনল লখনউ।
দুপুর ১২টা ৫০ মিনিট: কুইন্টন ডি’কককে ৬ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনল লখনউ। ডেভিড ওয়ার্নার সাড়ে ৬ কোটিতে গেলেন দিল্লি ক্যাপিটালসে।
দুপুর ১২টা ৪৫ মিনিট: ৭ কোটি টাকায় ফ্যাফ ডু’প্লেসিস গেলেন বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে।
SOLD – @faf1307 goes to @RCBTweets for INR 7 Crore#TATAIPLAuction @TataCompanies
— IndianPremierLeague (@IPL) February 12, 2022
দুপুর ১২টা ৪০ মিনিট: অল্পের জন্য মহম্মদ শামি হাতছাড়া নাইটদের। ৬.২৫ কোটিতে তাঁকে কিনল গুজরাট টাইটান্স।
দুপুর ১২টা ৩৫ মিনিট: সম্ভবত পরবর্তী মরশুমের অধিনায়ক পেয়ে গেল কেকেআর। ১২ কোটি ২৫ লক্ষ টাকায় শ্রেয়স আইয়ারকে কিনল নাইটরা।
দুপুর ১২টা ৩০ মিনিট: অনেক দড়ি টানাটানির পর আরসিবিকে পরাস্ত করে ট্রেন্ট বোল্টকে কিনল রাজস্থান রয়্যালস। বোল্ট পেলেন ৮ কোটি টাকা।
দুপুর ১২টা ২৫ মিনিট: পাঞ্জাব কিংস কাগিসো রাবাদাকে কিনে নিল ৯ কোটি ২৫ লক্ষ টাকায়।
Kagiso Rabada is SOLD to @PunjabKingsIPL for INR 9.25 Crores 🥳💰#TATAIPLAuction @TataCompanies
— IndianPremierLeague (@IPL) February 12, 2022
দুপুর ১২টা ২৩ মিনিট: একবছর আগে কেকেআরের ইতিহাসের সর্বোচ্চ দর পেয়েছিলেন প্যাট কামিন্স। এবার সেই কামিন্সকেই ৭ কোটি ২৫ লক্ষ টাকায় ফেরাল নাইটরা।
HE IS BACK with @KKRiders – Congratulations to @patcummins30 pic.twitter.com/8NUbHvPN3O
— IndianPremierLeague (@IPL) February 12, 2022
দুপুর ১২টা ১৮ মিনিট: অশ্বিনকে ৫ কোটি টাকা দিয়ে কিনে নিল রাজস্থান রয়্যালস। প্যাট কামিন্সের জন্য ঝাঁপাল নাইটরা।
.@ashwinravi99 is SOLD to @rajasthanroyals for INR 5 Crores#TATAIPLAuction @TataCompanies
— IndianPremierLeague (@IPL) February 12, 2022
দুপুর ১২টা ১৪ মিনিট: ৮ কোটি ২৫ লক্ষ টাকায় শিখর ধাওয়ানকে কিনে নিল পাঞ্জাব কিংস। অশ্বিনকে নিয়ে দড়ি টানাটানি।
After some fierce bidding, Shikhar Dhawan is SOLD to @PunjabKingsIPL for INR 8.25 Crores#TATAIPLAuction @TataCompanies
— IndianPremierLeague (@IPL) February 12, 2022
দুপুর ১২টা: আইপিএল কমিশনার নিরঞ্জন শাহর ভাষণ দিয়ে শুরু হল নিলাম পর্ব।
সকাল ১১টা ৪৫ মিনিট: নিলাম কক্ষে এলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বোর্ডের অন্যান্য আধিকারিকরা।
সকাল ১১টা ৩০ মিনিট: নিলাম পর্বের শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ। কোভিড বিধি মেনেই নিলাম পর্বে অংশ নেবে ১০টি ফ্র্যাঞ্চাইজি।
সকাল ১১টা : শেষ মুহূর্তে নিলামের তালিকায় যোগ হয়েছেন ১০ জন অনূর্ধ্ব-১৯ তারকা। ফলে মোট ৫০০ জনের ভাগ্য পরীক্ষা হবে।
Excitement Levels Going 🆙
How excited are you to witness your favourite team in #TATAIPLAuction 2022❓ 🤔
Drop a comment below 🔽 & let us know 👍👍 pic.twitter.com/zK8TskqlxX
— IndianPremierLeague (@IPL) February 12, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.