Advertisement
Advertisement

Breaking News

IPL Auction

শুভমানের সঙ্গে নয়া ওপেনারের খোঁজ, নিলামে বাটলারের জন্য ঝাঁপাবে গুজরাট টাইটান্স

গত ছবছর রাজস্থান রয়্যালসে খেলেছিলেন বাটলার।

IPL Auction: Gujarat Titans will try to purchase Jos Buttler
Published by: Arpan Das
  • Posted:November 13, 2024 10:29 am
  • Updated:November 16, 2024 2:05 pm  

আলাপন সাহা: রিটেনশন পর্ব শেষ হওয়ার পর ঘর গোছানোর পরিকল্পনা শুরু করেছে আইপিএলের দলগুলো। সামনেই মহা নিলাম। কে কোন দলে যাবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। আর সেই চর্চায় এবার জড়িয়ে গেল গুজরাট টাইটান্স ও জস বাটলারের নাম। শুভমান গিলের সঙ্গে ওপেনিং জুটির জন্য ইংরেজ ব্যাটারকেই তুলে নিতে চাইছে গুজরাট।

Advertisement

গত ছবছর ধরে পড়শি রাজ্যের রাজস্থান রয়্যালসে খেলেছেন বাটলার। জিতিয়েছেন অসংখ্য ম্যাচ। বিদায়বেলায় আবেগপ্রবণ বার্তা দিয়েছিলেন। ফর্মেও কোনো ঘাটতি নেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে ৪৫ বলে ৮৩ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। সেই সঙ্গে উইকেটের পিছনেও বিশ্বস্ত হাত।

রিটেনশনে এই দুটো বিষয়ই তুরুপের তাস বাটলারের। যে কারণে গুজরাট তাঁকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠছে। রিটেনশনে এবার মাত্র দুজনকে ধরে রেখেছে তারা। অধিনায়ক শুভমান গিলের সঙ্গে আছেন রশিদ খান, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া ও শাহরুখ খান। বাকি দলটা তারা নতুন করে সাজাতে চাইবে। হাতে আছে ৬৯ কোটি টাকা। গতবছর তাদের ভুগিয়েছিল ওপেনিং পার্টনারশিপ। ঋদ্ধিমান সাহা ব্যাট হাতে একেবারেই ছন্দে ছিলেন না। শুভমান গিলের সঙ্গে ইনিংস শুরু করার জন্য বিশ্বস্ত মুখ হতে পারেন বাটলার। সেই সঙ্গে কিপারের দায়িত্বও সামলাতে পারবেন ৩৪ বছর বয়সি তারকা।

তবে বাটলারের জন্য শুধু গুজরাট নয়, অনেক দলই প্রতিযোগিতায় নামতে পারে। তার মধ্যে থাকতে পারে কেকেআরও। তারা ফিল সল্টকে ছেড়ে দিয়েছে। ফলে ওপেনিং ব্যাটার ও উইকেটকিপার, দুটোই খুঁজতে চাইবে নাইটরা। অন্যদিকে বাটলারের অন্তর্ভুক্তি অধিনায়কের সমস্যাও মিটিয়ে দিতে পারে। তবে গুজরাট টাইটান্স যে বাটলারের জন্য মরিয়া হয়ে ঝাঁপাবে, তা নিয়ে প্রবল চর্চা ক্রিকেটমহলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement