Advertisement
Advertisement

Breaking News

IPL Auction 2025

২৭ কোটিতে মহার্ঘ ঋষভ, শামি মাত্র ১০ কোটি! মহানিলামে অপ্রত্যাশিত দামের তালিকায় আর কারা?

আইপিএল টাকার খেলা হলেও সকলের কপালে বিরাট দাম জোটে কি?

IPL Auction 2025: Unexpected buys in the first day of auction
Published by: Anwesha Adhikary
  • Posted:November 25, 2024 10:50 am
  • Updated:November 25, 2024 12:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম দিনের আইপিএল নিলাম (IPL Auction 2025) শেষ। টাকার ছড়াছড়িতে ভাগ্য নির্ধারণ হয়ে গেল বহু তারকার। তাঁদের মধ্যে কেউ পেলেন প্রত্যাশার থেকে বেশি। অনেকে আবার আশানুরূপ দাম পেলেন না। আনসোল্ডের তালিকাতেও রয়েছে বড় নাম। প্রথম দিনের শেষে প্রত্যাশা-অপ্রত্যাশার গণ্ডিতে বাঁধা পড়লেন কারা?

প্রথমেই নাম আসবে ঋষভ পন্থের। বলা যায়, এদিনের নায়ক পন্থই। তাঁকে নিয়ে যে হাড্ডাহাড্ডি লড়াই চলবে, সেটা একেবারেই প্রত্যাশিত ছিল। এমনকী সেটা যে ২৫ কোটি টাকা ছাপিয়ে যাবে, তেমনটাও অনুমান করেছিলেন অনেকে। শেষ পর্যন্ত সেটাই হল। দিল্লির সঙ্গে আরটিএমে লড়াইয়ে জিতে ভারতের উইকেটকিপার-ব্যাটারকে ২৭ কোটি টাকায় তুলে নিল লখনউ সুপার জায়ান্টস।

Advertisement

সেই তুলনায় প্রত্যাশার তুলনায় বেশি দাম পেলেন শ্রেয়স আইয়ার। তাঁকে ২৬.৭৫ কোটি টাকায় তুলে নিয়েছে পাঞ্জাব কিংস। গতবারের আইপিএল জয়ী অধিনায়ককে নিয়ে লড়াই হবে জানাই ছিল। কিন্তু সেটা যে এত বড় জায়গায় যাবে তা অনেকেই ভাবেননি। তেমনই চেন্নাই রবিচন্দ্রন অশ্বিনকে ঘরে ফেরাল ৯.৭৫ কোটি টাকায়। আরেক ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল পাঞ্জাবের থেকে পেলেন ১৮ কোটি। দুজনেই আইপিএলের মঞ্চে যথেষ্ট অভিজ্ঞ। কিন্তু দুজনেই এরচেয়ে কম অর্থ পেলেও আপত্তির জায়গা ছিল না বলে ক্রিকেট মহলের একাংশ।

তবে প্রত্যাশার মাত্রা ছাপিয়ে গেলেন ভেঙ্কটেশ আইয়ার। ২৩ কোটি ৭৫ লক্ষ দাম দিয়ে তাঁকে কিনবে কেকেআর, এমনটা কেউই আশা করেননি। ক্রিকেটপ্রেমীদের একটা বড় অংশ মানতে পারছেন না ভেঙ্কির এতখানি দাম পাওয়াটা। অপ্রত্যাশিতভাবে বেশি দাম পাওয়ার তালিকায় আরেক নাম জিতেশ শর্মা। একলাফে ১১ কোটিতে তাঁর দাম তুলে দেয় আরসিবি। গতবার পাঞ্জাবের হয়ে ভালো খেললেও জিতেশ এতখানি দাম পেতে পারেন বলে প্রত্যাশা ছিল না। নুর আহমেদের দামও একলাফে ১০ কোটিতে তুলে সকলের ধরাছোঁয়ার বাইরে চলে যায় চেন্নাই।

একদিকে যেমন প্রত্যাশার চেয়ে বেশি দাম পাওয়া ক্রিকেটাররা রয়েছেন, তেমনি রয়েছে মুদ্রার উলটো পিঠও। অফ ফর্মে থাকা কে এল রাহুলের দাম উঠেছে মাত্র ১৪ কোটি। অনেকেই মনে করছেন, রাহুল হয়তো আরও বেশি দাম পাওয়ার যোগ্য। চোট সারিয়ে ফিরে আসা মহম্মদ শামিও মাত্র ১০ কোটি টাকা দাম পেলেন। গত আইপিএলের ধনীতম ক্রিকেটার মিচেল মার্শ এবার অর্ধেকেরও কম দামে খেলবেন দিল্লি ক্যাপিটালসে। চেন্নাই সুপার কিংসের রাচীন রবীন্দ্র এবং ডেভন কনওয়ে, আকাশছোঁয়া দামের প্রত্যাশা থাকলেও ৪ কোটি এবং ৬ কোটি ২৫ লক্ষ টাকা দাম পেলেন তাঁরা। অল্প দামেই দুই সুপার কিংকে ঘরে ফিরিয়ে নিল চেন্নাই। কুইন্টন ডি’কক, এইডেন মার্করামের মতো প্রোটিয়া তারকাদের দাম ৫ কোটিও পেরল না। সবমিলিয়ে, আইপিএল টাকার খেলা হলেও সকলের কপালে বিরাট দাম জোটে না, সেটাই প্রমাণ হল মেগা অকশনে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement