Advertisement
Advertisement

Breaking News

IPL Auction 2025

নামেই মহাতারকা, আইপিএলে বাদের খাতায় রইলেন যে ক্রিকেটাররা

নিলাম শেষে খালি হাতে ফিরতে হবে বহু তারকাকে। কারা সেই ক্রিকেটাররা?

IPL Auction 2025: some famous name remain unsold
Published by: Arpan Das
  • Posted:November 26, 2024 1:04 am
  • Updated:November 26, 2024 1:04 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাপ্ত হল আইপিএল মহা নিলামের মহাযজ্ঞ। কোটি-কোটি টাকায় বিক্রি হলেন অনেক তারকা। আবার অনেক ক্রিকেটার দলই পেলেন না। নামেই মহাতারকা, কিন্তু নিলাম শেষে খালি হাতে ফিরতে হবে বহু তারকাকে। কারা সেই ক্রিকেটাররা? অবিক্রিত রইলেনই বা কেন? রইল নির্বাচিত কয়েকজন ‘আনসোল্ড’ প্লেয়ারের কথা।

ডেভিড ওয়ার্নার: বয়স হয়েছে। মরচে ধরেছে ফিটনেসে। তার উপর অবসরও নিয়েছেন। দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন ৩৮ বছর বয়সি তারকা। ২০১৬-এ আইপিএল জিতেছেন। এবার কোনও দলই বিড করল না ওয়ার্নারের জন্য। 

Advertisement

জেমস অ্যান্ডারসন: ৪২ বছরের ‘বুড়ো ঘোড়া’ জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের কিংবদন্তি বোলার এই বছরই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আর তার পরই নাম লিখিয়েছেন আইপিএলের আসরে। এবার তিনিই সবচেয়ে বয়স্ক ক্রিকেটার। সব মিলিয়ে বাতিলের খাতাতেই গেলেন জেমস অ্যান্ডারসন।

কেন উইলিয়ামসন: সাম্প্রতিক কালে চেনা ফর্মে নেই কিউয়ি তারকা। অথচ ২০২১-এর আইপিএলের মাঝপথে সানরাইজার্সের অধিনায়ক হয়েছিলেন। পরের মরশুমটা অবশ্য একেবারেই ভালো কাটেনি। আবার ২০২৩-এ গুজরাট তাঁকে কিনলেও চোটের জন্য প্রায় কোনও ম্যাচেই খেলতে পারেননি। এখনও সম্পূর্ণ চোটমুক্ত নন। স্ট্রাইক রেটের পতন ঘটেছে। সব মিলিয়ে আইপিএলে দল পেলেন না তিনি। 

শাকিব আল হাসান: বাংলাদেশের তারকা ক্রিকেটার সম্প্রতি ক্রিকেটের বাইরেও অন্যান্য কারণে আলোচনায় এসেছেন। বারবার বিতর্কও বেঁধেছে। সেই তুলনায় ব্যাটে রান আসেনি। বল হাতে স্পিনের ম্যাজিকও অনেকটা ফিকে হয়েছে। তার মধ্যে মেজাজ হারিয়ে প্রায়ই গণ্ডগোলে জড়ান। এবার আইপিএলে শাকিবের ন্যূনতম মূল্য ১ কোটি টাকা। বিতর্কিত ও অফ ফর্মের প্রাক্তন নাইটকে নিয়ে আগ্রহ হারিয়েছে সব ফ্র্যাঞ্চাইজি।

স্টিভ স্মিথ: অজি ক্রিকেটার নিজের জন্য ন্যূনতম মূল্য রেখেছেন ২ কোটি টাকা। এর আগে বহু দলে খেলেছেন স্মিথ। অধুনালুপ্ত রাইজিং পুণে সুপারজায়ান্টসে ধোনির জায়গায় অধিনায়কও হয়েছিলেন। কিন্তু টি-টোয়েন্টিতে তাঁর কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। যে কারণে ২০২১ মরশুমের পর তাঁকে আর আইপিএলের জগতে দেখা যায়নি। এবারও পরিস্থিতি সে দিকেই গেল।

পৃথ্বী শ: একসময় তাঁকে শচীন তেণ্ডুলকরের উত্তরসূরি ধরা হত। কিন্তু জাতীয় দল তো দূরের কথা, মুম্বইয়ের রনজি দলেও সুযোগ পান না। ফিটনেসের অবস্থা খুবই খারাপ। তার উপর সঙ্গে রয়েছে হাজারও বিতর্ক। সেই কারণেই আনসোল্ড থেকে গেলেন পৃথ্বী শ।

এছাড়া অবিক্রিত থেকেছেন জনি বেয়ারস্টো, ড্যারিল মিচেল, শার্দূল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, শাকিব আল হাসান, উমেশ যাদব, সরফরাজ খান সহ আরও অনেক তারকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement