Advertisement
Advertisement
IPL Auction 2025

টাকার লোভে দিল্লি ছেড়েছেন পন্থ! তোপ গাভাসকরের, পালটা দিলেন ঋষভও

কী উত্তর দিলেন ভারতের তারকা ব্যাটার?

IPL Auction 2025: Rishabh Pant's Response as Sunil Gavaskar Says He Left Delhi Capitals Due To Money
Published by: Arpan Das
  • Posted:November 19, 2024 3:11 pm
  • Updated:November 19, 2024 4:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের মহা নিলামের (IPL Auction 2025) এখনও দিন কয়েক বাকি। কোন তারকা, কোন দলে যাবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। তার মধ্যে লেগে গেল দুই তারকার সংঘর্ষ। একজন যদি প্রাক্তন হন, তাহলে আরেকজন ব্যস্ত বর্ডার গাভাসকর ট্রফির প্রস্তুতিতে। মঞ্চের একদিকে সুনীল গাভাসকর, আরেকদিকে ঋষভ পন্থ।

আইপিএল রিটেনশনে দিল্লি ক্যাপিটালসে থাকেননি পন্থ (Rishabh Pant)। কেন এই সিদ্ধান্ত, তা নিয়ে নানা মতামত প্রকাশ্যে এসেছে। যদিও সুনীল গাভাসকরের মতে, টাকাপয়সা নিয়ে গণ্ডগোলের জেরেই পুরনো দলে থাকেননি ভারতের উইকেটকিপার। সম্প্রচারকারী চ্যানেলে গাভাসকর বলেন, “দিল্লি নিশ্চয়ই পন্থকে দলে চেয়েছিল। যখন কোনও প্লেয়ারকে রিটেন করা হয়, তখন আশা করে ফ্র্যাঞ্চাইজি তাঁকে পর্যাপ্ত অর্থ দেবে। পন্থের সঙ্গেও সম্ভবত সেরকমই কিছু একটা হয়েছে। আমার ধারণা, দিল্লি নিশ্চয়ই পন্থকে অধিনায়ক হিসেবে ফের দলে নিতে চাইবে। যদি পন্থ দলে না থাকে, তাহলে অন্য কাউকে খুঁজতে হবে।”

Advertisement

এই ভিডিও সোশাল মিডিয়ায় সম্প্রচার হতেই সেখানে রিপ্লাই করেন পন্থ। পালটা জবাব দিয়ে সেখানে তিনি স্পষ্ট লেখেন, “আমি নিশ্চিতভাবে বলছি, আমার রিটেনশনের সঙ্গে টাকাপয়সার কোনও গল্প ছিল না।” স্পষ্টতই, দুপক্ষের বিচ্ছেদের পিছনে আর্থিক কারণ ছিল না। সেটা নিজেই খোলসা করে দিলেন পন্থ। দীর্ঘদিন ধরেই জল্পনা ছিল, দিল্লির ম্যানেজমেন্ট বদলে যাওয়ায় পন্থের সঙ্গে মতপার্থক্য বাড়ছিল। এমনকী পন্থকে নেতৃত্ব থেকে সরানোর কথাও ভাবা হচ্ছিল। ক্রিকেটমহলের একাংশের ধারণা, সেটাই দুপক্ষের মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছে। সেটা একপ্রকার স্পষ্ট করে দিলেন পন্থ।

চলতি মাসের ২৪-২৫ নভেম্বর আইপিএলের নিলাম। সেখানেই ঠিক হয়ে যাবে, কোন দলে যাবেন পন্থ। তার আগে বিবাদে জড়িয়ে পড়লেন গাভাসকরের সঙ্গে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement