সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী সপ্তাহে আইপিএলের মেগা নিলামে (IPL Auction 2025) ভাগ্য নির্ধারিত হবে ৫৭৪ জন ক্রিকেটারের। যাঁদের অন্যতম ভারতের তারকা পেসার মহম্মদ শামিও। আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় হতে চলা নিলামে ক্রিকেট মহলের নজর থাকবে তাঁর দিকেও। আর সেই নিলাম শুরুর আগেই শামির দর নিয়ে ভবিষ্যদ্বাণী করে ফেললেন সঞ্জয় মঞ্জরেকর। যা শুনে রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠলেন শামি (Mohammed Shami)।
চোট সারিয়ে ঘরোয়া ক্রিকেটের হাত ধরে ২২ গজে কামব্যাক করেছেন বাংলার পেসার। আর ফিরেই চেনা ছন্দে ধরা দিয়েছেন তিনি। যা দেখে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত, বর্ডার-গাভাসকর ট্রফির জন্য এখনই শামিকে অস্ট্রেলিয়া উড়িয়ে নিয়ে যাওয়া উচিত। তিনি আরও এই সিরিজে যোগ দেবেন কি না, সেই জল্পনার মাঝেই আইপিএলে শামির ‘মূল্য’ নিয়ে নিজের মতামত দিলেন মঞ্জরেকর। তিনি মনে করছেন, আসন্ন নিলামে শামির দাম কমবে!
২০২২ আইপিএল নিলামে ৬.২৫ কোটি টাকায় শামিকে দলে নিয়েছিল গুজরাট টাইটান্স। যে দল প্রথম মরশুমেই রানার্স আপ হয়। পরের মরশুমে চ্যাম্পিয়ন। তবে মঞ্জরেকরের দাবি, টি-টোয়েন্টি ফরম্যাটে শামিকে ওই দামের থেকে বেশি অর্থে কিনবে না কোনও ফ্র্যাঞ্চাইজি। “শামিকে নিতে অনেক দলই আগ্রহী হবে। কিন্তু শামি বারবার চোটের কবলে পড়েছে। তাই আইপিএল চলাকালীনও সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ফলে কোনও দল তাকে নিয়েও যদি মাঝপথে না পায়, তাহলে সমস্যা হবে। আর সেই কারণেই ওর দর পড়তে পারে।” বলেন মঞ্জরেকর। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের এহেন ভবিষ্যদ্বাণীতে নাখুশ শামি। রাখঢাক না রেখে ইনস্টাগ্রাম স্টোরিতে কটাক্ষের সুরে লিখেছেন, ‘বাবার জয় হোক। নিজের ভবিষ্যতের জন্যও একটু জ্ঞান বাঁচিয়ে রাখুন। কাজে দেবে। কেউ নিজের ভবিষ্যৎ জানতে চাইলে স্যরের সঙ্গে দেখা করুন।’
প্রসঙ্গত, আসন্ন আইপিএলে শামির ন্যূনতম মূল্য ২ কোটি। এই আঁকচি-আঁকচির পর যে নিলামে শামির ভবিষ্যৎ দেখার আগ্রহ আরও বেড়ে গেল ক্রিকেটপ্রেমীদের, তা বলাইবাহুল্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.