Advertisement
Advertisement
IPL Auction 2025

IPL Auction 2025 Live: শ্রেয়সকে ছাপিয়ে সর্বকালের দামি তারকা পন্থ, কত দাম পেলেন রাহুল?

১০ কোটি টাকায় মহম্মদ শামিকে কিনল সানরাইজার্স হায়দরাবাদ।

IPL Auction 2025 live: KL Rahul to DC on 14 crore
Published by: Arpan Das
  • Posted:November 24, 2024 3:20 pm
  • Updated:November 24, 2024 6:09 pm  

বেজে উঠেছে আইপিএল মহা নিলামের ডঙ্কা। এবারের মেগা অকশন আয়োজিত হচ্ছে সৌদি আরবের জেড্ডায়। ৫৭৭ জন ক্রিকেটারকে শেষ বাছাই করা হয়েছে ২০৪টি জায়গার জন্য। ভাগ্য নির্ধারণ হবে শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, মহম্মদ শামির মতো তারকাদের। শেষ পর্যন্ত কোন মহাতারকা কোন দলে যাবেন? প্রথম দিনের নিলামের পর শেষ হাসি হাসবে কোন দল? মেগা নিলামের সব আপডেট পেতে নজর রাখুন সংবাদ প্রতিদিন ডিজিটালে।

সন্ধ্যা ৬:০০- প্রথম সেটের নিলামের পর কেমন দর পেলেন মার্কি প্লেয়াররা?

Advertisement

অর্শদীপ সিং- পাঞ্জাব কিংস (১৮ কোটি)
কাগিসো রাবাডা- গুজরাট টাইটান্স (১০.৭৫ কোটি)
শ্রেয়স আইয়ার- পাঞ্জাব কিংস (২৬.৭৫ কোটি)
জস বাটলার- গুজরাট টাইটান্স (১৫.৭৫ কোটি)
মিচেল স্টার্ক- দিল্লি ক্যাপিটালস (১১.৭৫ কোটি)
ঋষভ পন্থ- লখনউ সুপার জায়ান্টস (২৭ কোটি)
কে এল রাহুল- দিল্লি ক্যাপিটালস (১৪ কোটি)
মহম্মদ সিরাজ- গুজরাট টাইটান্স (১২.২৫ কোটি)
ডেভিড মিলার- লখনউ সুপার জায়ান্টস (৭.৫০ কোটি)
যুজবেন্দ্র চাহাল- পাঞ্জাব কিংস (১৮ কোটি)
লিয়াম লিভিংস্টোন- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (৮.৭৫ কোটি)
মহম্মদ শামি- সানরাইজার্স হায়দরাবাদ (১০ কোটি)

সন্ধ্যা ৫:৪৫- মার্কি প্লেয়ারদের প্রথম সেটের নিলাম শেষ। একনজরে কোন দলের হাতে কত টাকা রয়েছে?

চেন্নাই: ৫৫ কোটি টাকা
দিল্লি: ৪৭.২৫ কোটি টাকা
গুজরাট: ৩০.২৫ কোটি টাকা
কলকাতা: ৫১ কোটি টাকা
লখনউ: ৩৪.৫০ কোটি টাকা
মুম্বই: ৪৫ কোটি টাকা
পাঞ্জাব: ৪৭.৭৫ কোটি টাকা
রাজস্থান: ৪১ কোটি টাকা
বেঙ্গালুরু: ৭৪.২৫ কোটি টাকা
হায়দরাবাদ: ৩৫ কোটি টাকা

সন্ধ্যা ৫:২৫- ১৪ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে গেলেন কেএল রাহুল। ভারতীয় ব্যাটারের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। তাঁকে নিয়ে দর কষাকষি শুরু হয় নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে। পরে লড়াইয়ে ঢোকে চেন্নাই ও দিল্লি ক্যাপিটালস। শেষ পর্যন্ত দিল্লিতে গেলেন রাহুল। যদিও প্রত্যাশা অনুযায়ী দাম পেলেন না। 

সন্ধ্যা ৫:১৭- ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে ৮.৭৫ কোটি টাকায় কিনে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

সন্ধ্যা ৫:১১- মহম্মদ সিরাজকে ১২.২৫ কোটি টাকায় তুলে নিল গুজরাট টাইটান্স। ভারতীয় বোলারের ন্যূনতম মূল্য ছিল ২ কোটি টাকা। 

বিকেল ৫:০৭- ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। তাঁকে ১৮ কোটি টাকায় তুলে নিল পাঞ্জাব কিংস। চাহালকে নিয়ে লড়াই চলে সানরাইরজার্স, পাঞ্জাবের মধ্যে। শেষ পর্যন্ত লড়াইয়ে জেতে প্রীতি জিন্টার দল। 

বিকেল ৪:৫৭- ডেভিড মিলারকে ৭.৫০ কোটি টাকায় তুলল লখনউ সুপার জায়ান্টস। দক্ষিণ আফ্রিকার ফিনিশারের ন্যূনতম মূল্য ছিল ১.৫০ কোটি টাকা। 

বিকেল ৪:৫২- ১০ কোটি টাকায় মহম্মদ শামিকে কিনল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম থেকে লড়াই চলে নাইট রাইডার্স, চেন্নাই ও লখনউয়ের মধ্যে। কলকাতা লড়াই চালিয়েও শেষ পর্যন্ত পিছিয়ে আসে। শেষ মুহূর্তে তাঁকে তুলে নেয় হায়দরাবাদ। শামির বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। 

বিকেল ৪:৩৮- ২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে তুলে নিল লখনউ সুপার জায়ান্টস। ফের একবার নিলামে রেকর্ড ভেঙে গেল। নিলাম মঞ্চে ঋষভ পন্থের নাম উঠতেই দর্শকদের মধ্যে শোরগোল উঠল। ভারতীয় উইকেটকিপারের ন্যূনতম মূল্য ছিল ২ কোটি। তাঁর জন্য লড়াই শুরু করে লখনউ ও বেঙ্গালুরু। আসরে নামে সানরাইজার্সও। টানটান লড়াই চলে। ২০.৭৫ কোটি দর ওঠার পর আচমকা আরটিএম ব্যবহার করে দিল্লি। কিন্তু এক লাফে দাম বাড়িয়ে ২৭ কোটি দর হাঁকে লখনউ। শেষে তাঁকে তুলে নেয় লখনউ সুপার জায়ান্টস। 

বিকেল ৪:২৯- গতবারের নিলামে সবচেয়ে দাম পেয়েছিলেন মিচেল স্টার্ক। এবার তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। শেষ পর্যন্ত ১১.৭৫ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে গেলেন স্টার্ক। তাঁর জন্য নিলামের লড়াইয়ে ঢোকে কেকেআরও। দর হাঁকতে থাকে দিল্লিও। শেষ মুহূর্তে লড়াই শুরু করে বেঙ্গালুরু। অবশেষে শেষ হাসি হাসে দিল্লি। 

বিকেল ৪:২৩- ইংল্যান্ডের ব্যাটার জস বাটলারের ন্যূনতম মূল্য ছিল ২ কোটি টাকা। শেষ পর্যন্ত ১৫.৭৫ কোটি টাকায় গুজরাট টাইটান্সে গেলেন বাটলার। 

বিকেল ৪:১৬- নিলামে সর্বকালের রেকর্ড ভাঙলেন শ্রেয়স আইয়ার। শেষ পর্যন্ত রেকর্ড ২৬.৭৫ কোটি টাকায় পাঞ্জাব কিংসে গেলেন শ্রেয়স। গতবারের আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ার নিলামে বেস প্রাইস ছিল ২ কোটি। তাঁর জন্য প্রথম দর হাঁকে কলকাতা নাইট রাইডার্সই। পাল্লা দিতে থাকে পাঞ্জাব কিংসও। পরে লড়াইয়ে ঢোকে দিল্লি ক্যাপিটালস। ১০ কোটির পর সরে আসে কলকাতা। লড়াই চলে পাঞ্জাব ও দিল্লির মধ্যে। এর আগে সর্বোচ্চ দাম পেয়েছিলেন মিচেল স্টার্ক। অবশেষে শ্রেয়সকে তুলে নিলামের রেকর্ড ভেঙে দিল পাঞ্জাব কিংস। 

বিকেল ৪টে: দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডাকে নিয়ে দড়ি টানাটানি শুরু। তাঁর বেস প্রাইস ২ কোটি টাকা। ১০.৭৫ কোটি টাকায় রাবাডাকে তুলে নিল গুজরাট টাইটান্স। 

দুপুর ৩:৫০ শুরু হল নিলাম। প্রথম ক্রিকেটার হিসাবে অর্শদীপ সিংকে নিয়ে শুরু হল নিলামের লড়াই। ২ কোটি টাকা ছিল তাঁর ন্যূনতম মূল্য। শেষ পর্যন্ত আরটিএম ব্যবহার করে ১৮ কোটি টাকা দিয়ে অর্শদীপকে তুলে নিল পুরনো টিম পাঞ্জাব কিংসই। ভারতীয় পেসারকে নিয়ে দীর্ঘক্ষণ লড়াই চলছিল সানরাইজার্স ও রাজস্থানের মধ্যে। ১৫.৭৫ কোটি টাকার পর আরটিএম ব্যবহার করে ১৮ কোটি দর তুলে দেয় পাঞ্জাব। 

দুপুর ৩: ৪০- নিলামে উপস্থিত সব দলের কর্তাব্যক্তিরা। উপস্থিত রয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ এবং সভাপতি রজার বিনি।

দুপুর ৩: ৩৫- আইপিএলের মহা নিলামের জন্য প্রস্তুত জেড্ডা। 

দুপুর ৩: ৩০- ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পার্স রয়েছে পাঞ্জাব কিংসের হাতে। তাদের হাতে রয়েছে ১১০.৫ কোটি টাকা। আসরে মাত্র ৪৫ কোটি টাকা নিয়ে নামছে মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। সবচেয়ে কম পার্স রয়েছে রাজস্থান রয়্যালসের। তাদের হাতে ৪১ কোটি টাকা। একনজরে কার হাতে কত টাকা?

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement