Advertisement
Advertisement
IPL Auction 2024

IPL Auction 2024: আইপিএলের মিনি নিলামে কোন দলের হাতে কত টাকা? কাদের দিকে রয়েছে নজর?

দেখে নিন পুরো তথ্য।

IPL Auction 2024: IPL player auction on December 19, each franchise have Rs 100 crore purse। Sangbad Pratidin
Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 27, 2023 7:11 pm
  • Updated:March 13, 2024 4:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) ভরা বাজারে আইপিএল (IPL 2024) নিয়ে চলে এল বড় আপডেট। ২০২৩-এর শেষেই আগামী বছরের আইপিএলের নিলাম (IPL Auction) হওয়ার কথা ছিল। তবে সূত্র মারফত জানা গিয়েছে যে, ভারতের মাটিতে ২০২৪ আইপিএল-এর নিলাম হবে না। চলতি বছরের ডিসেম্বরে দুবাইতে আয়োজিত হতে চলেছে আইপিএল-এর ‘মিনি নিলাম’। ২০২৪ সালের আইপিএল-এর জন্য অবশ্য মেগা নিলাম হওয়ার কথা নেই। বরং হবে মিনি নিলাম। তা হওয়ার কথা ১৯ ডিসেম্বর।

ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা উড়ে যাবে টিম ইন্ডিয়া। তিন ফরম্য়াটে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে রোহিত শর্মা-বিরাট কোহলিরা যাবেন সিংহের দেশে। তিনটি আন্তর্জাতিক টি-২০, সমসংখ্যক একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও জোড়া টেস্ট খেলবে ভারত-দক্ষিণ আফ্রিকা। ১৯ ডিসেম্বর রয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ। আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে ১৫ নভেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ তারিখ। ওদিনই ডেডলাইন। এর আগেই সকল ফ্র্যাঞ্চাইজিকে ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা পাঠাতে হবে।

Advertisement

[আরও পড়ুন: কোন মন্ত্রে কামব্যাক করলেন মহম্মদ শামি? টিম ম্যানেজমেন্টের দিকে আঙুল তুলে জানালেন ছোটবেলার কোচ]

এবার প্রতি দলের কাছে ১০০ কোটি টাকার বাজেট থাকবে ২০২৪ মরসুমের দলগঠনের জন্য। গত বছর এই পার্স ৯৫ কোটি টাকার। পাঁচ কোটি টাকা এবার বাড়ানো হয়েছে। ফলে ১০০ কোটির মধ্যে পারফর্ম করতে পারা ক্রিকেটারদের দলগুলো কিনতে পারবে। গত ডিসেম্বরে পাঞ্জাব কিংস ১৮.৫ কোটি টাকা খরচ করে স্য়াম কারেনকে নিয়েছিল দলে। এখনও পর্যন্ত আইপিএল ইতিহাসে কারেনই সবচেয়ে দামি ক্রিকেটার। দুই অজি পেস তারকা মিচেল স্টার্ক ও প্য়াট কামিন্স ফের নিলামে নাম তুলবে বলে শোনা যাচ্ছে। এছাড়াও নজরে রয়েছেন আর এক অজি তারকা ট্র্যাভিস হেড। ব্রিটিশ পেসার ক্রিস ওকসকে পাওয়া যাবে নিলামে।

কোন দলের হাতে কত টাকা আছে। দেখে নিন…

পাঞ্জাব কিংস: ১২.২০ কোটি টাকা

মুম্বই ইন্ডিয়ান্স: ০.০৫ কোটি টাকা

সানরাইজার্স হায়দরাবাদ: ৬.৫৫ কোটি টাকা

গুজরাট টাইটান্স: ৪.৪৫ কোটি টাকা

দিল্লি ক্যাপিটালস: ৪.৪৫ কোটি টাকা

লখনউ সুপার জায়ান্টস: ৩.৫৫ কোটি টাকা

রাজস্থান রয়্যালস: ৩.৩৫ কোটি টাকা

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর: ১.৭৫ কোটি টাকা

কলকাতা নাইট রাইডার্স: ১.৬৫ কোটি টাকা

চেন্নাই সুপার কিংস: ১.৫ কোটি টাকা

[আরও পড়ুন: যত কাণ্ড ভারতীয় ক্যাম্পে! বাঁ হাতে স্পিন করছেন বুমরাহ, কুলদীপ হয়ে গেলেন ডান হাতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement