Advertisement
Advertisement
Rajasthan Royals

রিটেনশনেই ‘ভিখারির দশা’, নিলাম থেকে কীভাবে দল সাজাবে রাজস্থান রয়্যালস?

আগেরবার যারা বোলিংয়ের নেতৃত্বে ছিলেন তাদের প্রায় সবাইকেই ছেড়ে দিয়েছে রাজস্থান। গোটা বোলিং বিভাগটাই নতুন করে সাজাতে হবে দ্রাবিড়কে।

IPL Auction 2024: Here is Rajasthan Royals auction strategy
Published by: Subhajit Mandal
  • Posted:November 14, 2024 4:45 pm
  • Updated:November 14, 2024 5:50 pm

আইপিএলের মেগা নিলামে (IPL Auction 2024) বাকি হাতে গোনা কয়েকটা দিন। সেরা দল তৈরি করতে নিজেদের মতো পরিকল্পনা সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলি। জল্পনা রয়েছে ক্রিকেট মহলেও। মেগা নিলামে কী হতে চলেছে কোন দলের স্ট্র্যাটেজি, বিশ্লেষণে সংবাদ প্রতিদিন ডিজিটাল। আজ নজরে রাজস্থান রয়্যালস।

শেন ওয়ার্নের নেতৃত্বে প্রথম আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পর রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) সেভাবে নজর কাড়তে পারেনি কোটি টাকার টুর্নামেন্টে। এর মাঝে কয়েক মরশুমে প্লে-অফের সুযোগ পেয়েছে। এমনকী ফাইনালও খেলেছেন সঞ্জু স্যামসনরা। তবে ধারাবাহিকতার অভাব এই দলটির সবচেয়ে বড় সমস্যা। এবার সেটা মেটানোর চেষ্টা করবে টিম ম্যানেজমেন্ট।

Advertisement

রিটেনশন তালিকা:
সঞ্জু স্যামসন (১৮ কোটি)
যশস্বী জয়সওয়াল: (১৮ কোটি)
রিয়ান পরাগ: (১৪ কোটি)
ধ্রুব জুরেল: (১৪ কোটি)
শিমরন হেটমায়ার: (১১ কোটি)
সন্দীপ শর্মা: (৪ কোটি)

পার্স: আইপিএলের ১০ দলের মধ্যে সবচেয়ে কম পার্স নিয়ে নামবে রাজস্থানই। কোচ রাহুল দ্রাবিড়ের হাতে দলগঠনের জন্য রয়েছে মাত্র ৪১ কোটি টাকা।

আরটিএম: রাজস্থান রয়্যালস বোর্ডের বেঁধে দেওয়া সর্বোচ্চ সীমা অর্থাৎ ৬ ক্রিকেটারকেই রিটেন করেছে। ফলে তাদের হাতে আর কোনও আরটিএম বেঁচে নেই।

প্রয়োজন: রিটেনশনের জন্য বিসিসিআই যে নিয়ম বেঁধে দিয়েছিল, রাজস্থান ঠিক সেই নিয়ম মেনেই ক্রিকেটার রিটেন করেছে। তাদের রিটেন করা ৬ জন ক্রিকেটারের দিকে তাকালে দেখা যাবে মোটামুটিভাবে টপ অর্ডার সাজিয়ে ফেলেছেন কোচ দ্রাবিড়। লোয়ার মিডল অর্ডারে আর একজন অলরাউন্ডার প্রয়োজন হতে পারে রাজস্থানের। তাছাড়া প্রায় গোটা বোলিং বিভাগটাই নতুন করে সাজাতে হবে। কারণ আগেরবার যারা বোলিংয়ের নেতৃত্বে ছিলেন তাদের প্রায় সবাইকেই ছেড়ে দিয়েছে রাজস্থান। ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, রবি অশ্বিনদের পরিবর্ত পাওয়াটা সহজ হবে না।

লক্ষ্য কারা?
রিটেনশনের পর সন্দীপ শর্মা বাদে রাজস্থানের স্কোয়াডে আর কোনও বোলার নেই। অর্থাৎ অন্তত একজন ভালো ভারতীয় পেসার, দুজন বিদেশি পেসার কিনতে চাইবে তারা। সেক্ষেত্রে রাজস্থান ট্রেন্ট বোল্ট, নান্দ্রে বার্গার, আভেশ খান, নভদীপ সাইনি, প্রসিদ্ধ কৃষ্ণর মধ্যে অন্তত দু-তিনজন পেসারকে ফেরাতে চাইবে তারা। এর বাইরে ঘরোয়া ক্রিকেটে সফল পেসারদের কথাও ভাবতে পারে। হাতে টাকা বেশি না থাকায় ক্রিস জর্ডন, ফজলহক ফারুকি, মুস্তাফিজুর রহমানের মতো বিদেশি পেসারদের দিকেও তাকাতে হতে পারে রাজস্থানকে। স্পিন বিভাগও ঢেলে সাজাতে হবে রাজস্থানকে। সেক্ষেত্রে ফের যুজবেন্দ্র চাহাল, রবি অশ্বিনদের কম অর্থে কিনে নিতে চাইবে রাজস্থান। নূর আহমেদ, অ্যাডাম জাম্পা, বা মিচেল স্যান্টনারদের মতো বিদেশি স্পিনারদের কথাও ভাবতে পারে রাজস্থান। এর বাইরে কম খরচে টপ অর্ডারের একজন ভারতীয় বা বিদেশি ব্যাটার এবং অন্তত দুজন লোয়ার মিডল অর্ডারে খেলার মতো অলরাউন্ডার খুঁজতে পারে রাজস্থান। সেক্ষেত্রে নজর থাকতে পারে, মণীশ পাণ্ডে, মাহিপাল লোমরোর, সরফরাজ খান, রভম্যান পাওয়েল, টম ব্যান্টন, হ্যারি ব্রুকদের টার্গেট করতে পারে রাজস্থান। এর বাইরে প্রথম একাদশের ক্রিকেটারদের পরিবর্ত ক্রিকেটারও চাই তাদের।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement