Advertisement
Advertisement
মুম্বই ইন্ডিযান্স

আইপিএল নিলাম: এই পাঁচ ক্রিকেটারকে দলে নিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স

তালিকায় নাম আছে দুই প্রাক্তন নাইটের।

IPL Auction 2020: here are the targets of Mumbai Indians
Published by: Subhajit Mandal
  • Posted:December 15, 2019 5:14 pm
  • Updated:December 15, 2019 5:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারবারের আইপিএল চ্যাম্পিয়ন। গতবারও চেন্নাই সুপার কিংসকে হারিয়ে সেরা হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই এমনিতেই বেশ শক্তিশালী দল। তবে, কয়েকটি জায়গায় কিছুটা দুর্বলতা রয়েছে মুম্বইয়ের। টিম ম্যানেজমেন্ট চাইছে সেই জায়গাগুলিতে শক্তি বাড়িয়ে নিতে। মুম্বইয়ের হাতে অবশ্য অর্থ বেশি নেই। নিলামে তাঁরা নামছে কমবেশি ১৩ কোটি টাকা হাতে নিয়ে।

মুম্বইয়ের স্কোয়াডে মোট ৭টি জায়গা ফাঁকা রয়েছে। যুবরাজ সিং, এভিন লুইস, মায়াঙ্ক মরকন্ডের মতো ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে মুম্বই। তাই তাঁরা চাইবে অন্তত একজন ওপেনার, একজন মিডল অর্ডার ব্যাটসম্যান এবং একজন প্রথম সারির স্পিনারকে দলে নিতে। সেই সঙ্গে অন্তত একজন অল-রাউন্ডার ও পেসার কিনতে চাইবে মুম্বই। দেখা যাক কারা তাঁদের টার্গেট হতে পারে।

Advertisement

রবীন উথাপ্পা: আরসিবি এবং কেকেআরের হয়ে আইপিএলে চূড়ান্ত সফল। আইপিএলের ইতিহাসে ভারতীয় ওপেনারদের মধ্যে অন্যতম সেরা উথাপ্পা। গত মরশুম খুব একটা ভাল না কাটায় কেকেআর তাঁকে ছেড়ে দেয়। এবারের নিলামে মুম্বইয়ের টার্গেট হতে পারেন রবীন।

Robin V


মার্টিন গাপ্তিল: লুইসের বদলি হিসেবে গুপ্তিলের কথাও ভাবতে পারে মুম্বই। শুরু থেকেই মুম্বই ইন্ডিয়ান্সে একজন করে মারকাটারি ওপেনার খেলে এসেছেন। গুপ্তিল বর্তমান বিশ্বের অন্যতম সেরা ওপেনার। তাই মুম্বই তাঁর জন্য ঝাঁপাতেই পারে।

Guptil V
ডেভিড মিলার: কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে দীর্ঘদিন খেলেছেন ওই ডেভিড মিলার। তবে, গত মরশুমের খারাপ পারফরম্যান্সের জন্য তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রীতির দল। মিলারের মতো ফিনিশার মুম্বই দলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।

Miller_ V
পীযূষ চাওলা: দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেট সার্কিটে দাপটের সঙ্গে খেলছেন পীযূষ। তাঁর হাত ধরে দুটি আইপিএল জিতেছে কলকাতা। এবার মুম্বই দলে স্পিনারের অভাব পূরণ করতে, তাঁকে টার্গেট করতেই পারেন রোহিত শর্মারা।

Piyush V
মার্কোস স্টয়নিস: হার্দিক পাণ্ডিয়ার চোট কতটা গুরুতর তা নিয়ে এখনও নিশ্চিত নয় মুম্বই ম্যানেজমেন্ট। তাই, তাঁরা বিকল্প অল-রাউন্ডারের খোঁজ করছেন। সেক্ষেত্রে কম বাজেটে স্টয়নিস তাঁদের টার্গেট হতে পারেন। গত বছর কিংস ইলেভেনের হয়ে বেশ ভাল খেলেছেন স্টয়নিস।

Stoinis_V

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement