Advertisement
Advertisement

Breaking News

আইপিএল

আইপিএল নিলাম: এই পাঁচ ক্রিকেটারকে টার্গেট করতে পারে আরসিবি

শক্তিশালী দল গড়ার অঙ্গীকার করেছেন অধিনায়ক বিরাট।

IPL Auction 2020: Here are the players RCB should target
Published by: Subhajit Mandal
  • Posted:December 18, 2019 1:13 pm
  • Updated:December 18, 2019 1:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ বারের চেষ্টা। এখনও সাফল্য আসেনি। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবছর নিজেদের ভাগ্য বদলাতে চাইবে। তাই এবছরের নিলামে দলকে শক্তিশালী করতে বিশেষ নজর থাকবে বিরাটের এবং আরসিবি সমর্থকদের। বেঙ্গালুরুতে বেশ কিছু বিশ্বমানের ক্রিকেটার থাকলেও, দলের ব্যালেন্স নিয়ে প্রশ্ন আছে অনেকেরই। তাই এবার নিলামে (IPL Auction 2020) তাঁদের লক্ষ্য থাকবে দুর্বল জায়গাগুলি শক্তিশালী করা। অধিনায়ক কোহলি ইতিমধ্যেই টুইট করে একটি ভিডিও বার্তা দিয়েছেন সমর্থকদের। যাতে তিনি বলছেন, “আমাদের দলের একটা দুর্দান্ত কোর গ্রুপ আছে। তাঁদের কেন্দ্র করে আমরা ভাল দল গড়ব। আপনাদের নিশ্চিত করে বলতে চাই, এবারের নিলামে আমরা সবদিক বজায় রেখে দল করব।”


নিলামে নামার আগে আরসিবির হাতে আছে প্রায় ২৮ কোটি টাকা। তাঁরা চাইবে, একজন প্রথম সারির বোলার এবং অন্তত একজন ওপেনার। একই সঙ্গে একজন বিশ্বমানের মারকুটে অল-রাউন্ডারকে টার্গেট করতে চাইবে তাঁরা। এবার দেখা যাক কাদের টার্গেট করতে পারে কোহলি-ব্রিগেড।

Advertisement

[আরও পড়ুন: অবসর ভেঙে দলে ঢুকছেন ডিভিলিয়ার্স! খেলবেন টি-টোয়েন্টি বিশ্বকাপেও]


১. প্যাট কামিন্স: অস্ট্রেলিয়ার এই পেসার কোহলি ব্রিগেডের প্রধান টার্গেট হতে পারেন। কারণ, বিগত কয়েক মরশুমে ভাল ব্যাট করলেও বোলিং দুর্বলতার জন্য হারতে হয়েছে আরসিবিকে। এবারে বোলিংকে শক্তিশালী করা তাঁদের প্রাথমিক লক্ষ্য। নিলামে যে সব বোলাররা নাম লিখিয়েছেন, তাঁদের মধ্যে কামিন্স অন্যতম সেরা।

Cummins


২. রাহুল ত্রিপাঠী: একজন নির্ভরযোগ্য দেশি ওপেনারের অভাবে আগেও ভুগেছে আরসিবি। গতবছর পার্থীব প্যাটেলকে দায়িত্বটি পালন করতে হয়েছে। এবছর স্থায়ী একজন ওপেনার খুঁজছেন কোহলি। তাই তাঁদের টার্গেট হতে পারেন রাহুল ত্রিপাঠী। এর আগে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে নজর কেড়েছেন তিনি।

Rahul-Tripathi-V
৩. ক্রিস লিন: ক্রিস গেইল বিদায় নেওয়ার পর তাঁর অভাব এখনও পূরণ করতে পারেনি আরসিবি। কেকেআরের মারকুটে ব্যাটসম্যান লিন গেইলের পরিবর্ত হতে পারেন। বেঙ্গালুরুর ব্যাটিং সহায়ক পিচে লিন বেশ ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। তাই আরসিবির ইউশ লিস্টে নাম থাকবে তাঁরও।

lynn

[আরও পড়ুন: বাদ ম্যাক্সওয়েল, ভারত সফরের জন্য চমকহীন দল ঘোষণা অস্ট্রেলিয়ার]


৪. গ্লেন ম্যাক্সওয়েল: মারকুটে ব্যাটসম্যানদের চিরদিনই চাহিদা আছে আরসিবিতে। আর এবারের আইপিলের সবচেয়ে বড় আকর্ষণই তো গ্লেন ম্যাক্সওয়েল। তাই আরসিবিও তাঁর পিছনে ঝাঁপাবে তাতে সন্দেহ নেই।

Maxwell


৫. ক্রিস মরিস: দক্ষিণ আফ্রিকার অল-রাউন্ডার টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আদর্শ ক্রিকেটার। তাছাড়া আরসিবির দলে ভারসাম্যের জন্য বিশ্বমানের অল-রাউন্ডার প্রয়োজন। তাই ক্রিস মরিস তাঁদের টার্গেট লিস্টের উপরের সারিতেই থাকবেন।

Morris

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement