Advertisement
Advertisement

Breaking News

IPL

লালা ব্যবহার করা যাবে বলে, আইপিএলের আগে বড় সিদ্ধান্ত বোর্ডের

অধিকাংশ অধিনায়কই এই সিদ্ধান্তে সহমত হয়েছেন।

IPL allows using saliva in ball during tournament
Published by: Anwesha Adhikary
  • Posted:March 20, 2025 5:38 pm
  • Updated:March 20, 2025 7:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল শুরুর ঠিক আগেই বড়সড় সিদ্ধান্ত নিল বোর্ড। জানা গিয়েছে, আসন্ন আইপিএলে বলে লালা ব্যবহার করা যাবে। আইপিএল দলগুলির অধিকাংশ অধিনায়কই এই সিদ্ধান্তে সহমত হয়েছেন বলে সূত্রের খবর। তবে আইসিসি আগামী দিনে এই নিয়ম আবার চালু করবে কিনা, সেই নিয়ে এখনও সংশয় রয়েছে।

কোভিড পরবর্তী সময়ে বলে লালা ব্যবহার নিয়ে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিল আইসিসি। পুরোটাই ছিল সতর্কতামূলক ব্যবস্থা। পরে ২০২২ সালে সেই নিষেধাজ্ঞাকে স্থায়ী করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোভিডের সময় লালা নিয়ে আইসিসি নিষেধাজ্ঞা মেনে চলত আইপিএলও। কিন্তু আইপিএলে যদি আইসিসি নির্দেশিকা এখন না মানা হয়, তা হলেও বিশেষ কিছু যাবে-আসবে না। কারণ, আইপিএল ভারতের ঘরোয়া টুর্নামেন্ট। বলা হচ্ছে, এখন আর কোভিড নেই। তাই সেই নিয়ম মেনে চলার বাধ্যবাধকতাও নেই। অধিকাংশ অধিনায়কই বলে লালা ব্যবহারের পক্ষে সায় দিয়েছেন।

Advertisement

এছাড়াও আইপিএলের নিয়মে আরও দুটি বদল আনা হয়েছে বৃহস্পতিবারের ক্যাপ্টেন্স মিটের পর। এবার থেকে ১১ ওভারের পর নতুন বল ব্যবহার করা যাবে। তবে তার জন্য বেশ কয়েকটি শর্ত রয়েছে। যদি মাঠে অত্যধিক শিশির পড়ে, তাহলেই ব্যবহার করা যাবে নতুন বল। ১১তম ওভারে বল পরীক্ষা করবেন আম্পায়াররা। তাঁরা যদি অনুমতি দেন, তবেই অধিনায়করা নতুন বল ব্যবহার করতে পারবেন। তবে একেবারে নতুন নয়, ব্যবহৃত বলই তখন দেওয়া হবে বোলারদের।

ওয়াইড বলের রিভিউ নেওয়ার ক্ষেত্রেও চালু হচ্ছে নতুন নিয়ম। এতদিন অনফিল্ড আম্পায়ার ওয়াইড বল ডাকলে বোলিং টিমের অধিনায়ক ডিআরএস নিতে পারতেন। ব্যাটাররাও মনে করলে কোনও বৈধ ডেলিভারিকে ওয়াইড ডাকার জন্য রিভিউ নিতে পারেন। এবার সেই রিভিউকে আরও শক্তিশালী করে তুলতে হক-আই এবং বল ট্র্যাকিং শুরু করছে আইপিএল কর্তৃপক্ষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub