রাজর্ষি গঙ্গোপাধ্যায়: পিচ বিতর্কে (Pitch Controversy) ধুন্ধুমার কাণ্ড আইপিএলে। নাইট রাইডার্স নাকি ইডেনে (Eden Gardens) পিচের সাহায্য পাচ্ছে না, এরকম কথাও ভাসছে। যদিও নাইট অধিনায়ক রাহানে এরকম কোনও কথা বলেননি। এবার সিএসকে’র কোচ স্টিফেন ফ্লেমিংও বলেছেন, চিপকে হোম অ্যাডভান্টেজ পাচ্ছেন না। কিন্তু ঠিক কী বলা আছে বোর্ডের নির্দেশিকায়? আদৌ কি সেখানে ‘হোম অ্যাডভান্টেজে’র কথা আছে?
উত্তরটা হল, না। আইপিএলের (IPL 2025) ক্ষেত্রে বোর্ডের যে নির্দেশ আছে, তাতে দূরদূরান্তে এই শব্দটা নেই। বরং নির্দেশিকায় বলা হচ্ছে, আয়োজক কেন্দ্রের প্রধান কিউরেটরের হাতেই পিচ ও মাঠের প্রস্তুতির দায়িত্ব। সেটা অবশ্য বিসিসিআইয়ের নির্দেশ অনুসারে করতে হবে। আর সেই পিচ কেমন হবে, সেটা সম্পূর্ণ ওই কেন্দ্রের কিউরেটরের হাতে।
তবে প্লে অফের ম্যাচের ক্ষেত্রে নিয়ম সামান্য ভিন্ন। সেখানে পিচ ও মাঠ প্রস্তুত করার দায়িত্ব বিসিসিআইয়ের প্রধান কিউরেটরের। সেক্ষেত্রে তিনি আয়োজক কেন্দ্রের কিউরেটরের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবেন। কিন্তু প্র্যাকটিস ও ম্যাচের পিচ তৈরির সমস্ত সিদ্ধান্ত একমাত্র বিসিসিআইয়ের প্রধান কিউরেটরের।
সেখানে সাফ জানানো হয়েছে, ফ্র্যাঞ্চাইজি বা প্লেয়াররা পিচ কেমন হবে তা নিয়ে কোনও কথা বলতে পারবেন না। যদি কোনও পরামর্শ দিতেই হয়, তা দেবেন একমাত্র বিসিসিআইয়ের প্রধান কিউরেটর। যদি কোনও সমস্যা হয়, তাতেও একমাত্র তিনিই হস্তক্ষেপ করতে পারবেন।
পিচ কেমন হবে, সেই নিয়ে স্পষ্ট নির্দেশিকা আছে। যেখানে বলা আছে পিচে যেন ভালো গতি থাকে এবং বাউন্সে যেন ধারাবাহিকতা থাকে। পিচে যেন অল্প হলেও সুইং থাকে। আর যাতে অতিরিক্ত স্পিন না থাকে, সেটাও বলা হচ্ছে বোর্ডের নির্দেশিকায়। আর এই পরিস্থিতি যেন ম্যাচের দুটো ইনিংসেই থাকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.