Advertisement
Advertisement

Breaking News

IPL 2025

ময়ঙ্কের চোটে দুর্বল বোলিং বিভাগ, ২৭ কোটির পন্থে কি প্রত্যাশার চাপ সামলাতে পারবে লখনউ?

গতবারের বিতর্কের রেশ কি পড়বে লখনউ সুপার জায়ান্টসের পারফরম্যান্সে?

IPL 2025: weakness and strength of Lucknow Super Giants
Published by: Arpan Das
  • Posted:March 18, 2025 5:10 pm
  • Updated:March 18, 2025 5:10 pm  

আইপিএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ২২ মার্চ থেকে শুরু কোটি টাকার লিগ। মহা নিলামের পর কেমন হল কোন দল? কারা বেশি শক্তিশালী? একনজরে সব ফ্র্যাঞ্চাইজির শক্তি বা দুর্বলতা? আজ লখনউ সুপার জায়ান্টস

প্রথম দুবার প্লে অফে উঠেও ফাইনালে যেতে পারেনি লখনউ সুপার জায়ান্টস। তার মধ্যে গত আইপিএলে ধাওয়া করেছে একরাশ বিতর্ক। মহা নিলামে রেকর্ড ২৭ কোটি টাকা দিয়ে ঋষভ পন্থকে কিনেছে সঞ্জীব গোয়েঙ্কার দল। ফলে প্রত্যাশাও তুঙ্গে। তবে অভিযান শুরুর আগেই বড়সড় ধাক্কা খেয়েছে লখনউ। চোটের জন্য বেশ কয়েকটি ম্যাচে না থাকার কথা পেসার ময়ঙ্ক যাদবের। আরেক পেসার মহসিন খানের চোট নিয়েও দুশ্চিন্তা রয়েছে। সমস্ত সমস্যা উড়িয়ে প্রথমবারের জন্য আইপিএল জয়ের স্বাদ পাবে এলএসজি?

Advertisement

স্কোয়াড: ঋষভ পন্থ (অধিনায়ক), ডেভিড মিলার, আইডেন মার্করাম, আরিয়ান জুয়াল, হিম্মত সিং, ম্যাথু ব্রিটজকে, নিকোলাস পুরান, মিচেল মার্শ, আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, যুবরাজ চৌধুরী, রাজবর্ধন হাঙ্গারগেকার, আরশিন কুলকার্নি, আয়ুশ বাদোনি, আভেশ খান, আকাশ দীপ, এম সিদ্ধার্থ, দিগ্বেশ সিং, আকাশ সিং, শামার জোসেফ, প্রিন্স যাদব, ময়ঙ্ক যাদব, মহসিন খান, রবি বিষ্ণোই

শক্তি: নজরকাড়া ব্যাটিং লাইন আপ লখনউয়ের। ঋষভ পন্থ একাই একশো হয়ে উঠতে পারেন। সঙ্গে তো নিকোলাস পুরান আছেনই। আয়ুষ বাদোনি গতবারই প্রতিভার প্রমাণ রেখেছেন। এর সঙ্গে ওপেনিংয়ে যেমন মার্করাম আছেন, তেমনই ফিনিশারের দায়িত্ব সামলাবেন ডেভিড মিলার। ব্যাটে-বলে মাতিয়ে দিতে পারেন বাংলার ক্রিকেটার শাহবাজ আহমেদ। রবি বিষ্ণোইয়ের সঙ্গে তাঁর বোলিং জুটি কীরকম হয়, সেদিকে নজর থাকবে। পেস বিভাগে আবেশ খান, আকাশ দীপরাও যথেষ্ট অভিজ্ঞ।

দুর্বলতা: গত আইপিএলের শেষে কেএল রাহুলের সঙ্গে মাঠের মধ্যে সঞ্জীব গোয়েঙ্কার বচসা নিয়ে কম বিতর্ক হয়নি। এবারের নিলামে রেকর্ড ২৭ কোটি টাকা দিয়ে পন্থকে কিনেছে লখনউ। অধিনায়কও তিনি। ফলে ভারতীয় উইকেটকিপারের উপর প্রত্যাশার চাপ থাকবে বলেই মনে করছে ক্রিকেট মহল। তাছাড়া পন্থ শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের জুলাইয়ে। ওয়ানডে দলে নিয়মিত নন। ফলে তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন থাকবেই। তবে লখনউয়ের সবচেয়ে বড় মাথাব্যথার নাম পেস বোলিং। চোটের জন্য আইপিএলের প্রথম পর্বে না থাকার কথা গতি তারকা ময়ঙ্ক যাদব। উদ্বেগ রয়েছে মহসিন খানকে নিয়ে। ফলে ভরসা আবেশ খান ও আকাশ দীপ। ভালো বিদেশি পেসার নেই লখনউয়ে। নিকোলাস পুরানের সঙ্গে ওপেন কে করেন সেটাও দেখার। ভোগাতে পারে মিচেল মার্শের ধারাবাহিকতার অভাব।

সম্ভাব্য একাদশ:

মিচেল মার্শ
আইডেন মার্করাম
নিকোলাস পুরান
ঋষভ পন্থ (অধিনায়ক)
আয়ুশ বাদোনি
ডেভিড মিলার
শাহবাজ আহমেদ
রবি বিষ্ণোই
আকাশ দীপ
মহসিন খান
আভেশ খান

ইমপ্যাক্ট প্লেয়ার: আবদুল সামাদ।

এক্স ফ্যাক্টর: ঋষভ পন্থ। নতুন দল। বিরাট প্রাইজ ট্যাগ। কিন্তু পন্থ চিরকালই দামাল। প্রত্যাশার চাপ তাঁর থেকে সেরাটা বের করে নিয়ে আসতে পারে। আবার জাতীয় দলে নিয়মিত হওয়ার জন্যও মরিয়া থাকবেন তিনি। আর পন্থের ব্যাট চললে কী হতে পারে, সেটা বলাই বাহুল্য।

সম্ভাবনা: ম্যাচ ঘুরিয়ে দেওয়া বিদেশি হাতে গোনা। চোট-আঘাতের সমস্যা রয়েছে। পন্থ বা পুরানের উপর নির্ভরশীলতা বেশি। সেই সমস্যা না কাটাতে পারলে প্লে অফ পর্যন্ত যাওয়া মুশকিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub