Advertisement
Advertisement

Breaking News

IPL 2025

‘নোটবুক’ সেলিব্রেশনে আর শাস্তি নয় দিগ্বেশের! আম্পায়ারদের ‘ক্ষমাশীল’ হওয়ার বার্তা বোর্ডের

দু'বার শাস্তি হয়েছে লখনউ স্পিনারের।

IPL 2025: Umpires were sent 'Celebration' message after row over LSG star Digvesh Rathi's punishment

ছবি বিসিসিআই

Published by: Arpan Das
  • Posted:April 18, 2025 7:43 pm
  • Updated:April 18, 2025 7:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উইকেট তোলার পর দিগ্বেশ রাঠির নোটবুক সেলিব্রেশন নিয়ে বিস্তর চর্চা হয়েছে। বিধিভঙ্গের জন্য শাস্তিও পেয়েছেন লখনউ তারকা। এবার থেকে আর কোনও ‘ভয়’ ছাড়াই নোটবুক বের করে সেলিব্রেট করতে পারবেন দিগ্বেশ। কিংবা অন্য কোনও প্লেয়ারও সেলিব্রেশনের ক্ষেত্রে অনেকটা স্বাধীনতা পাবেন। বোর্ড থেকে আম্পায়ারদের বলেছেন একটু ‘ক্ষমাশীল’ হতে।

Advertisement

পাঞ্জাবের বিরুদ্ধে প্রিয়াংশ আর্যকে আউট করে নোটবুকে কিছু লেখার অভিনয়ে মেতে উঠেছিলেন দিগ্বেশ। তাঁর ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছিল। তারপর মুম্বই ম্যাচে ফের নোটবুক সেলিব্রেশন করায় আইপিএলের বিধিভঙ্গ করে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা দিতে হয় তাঁকে। তাতেও থামেননি। কেকেআরের বিরুদ্ধে করেছিলেন নতুন পিচবুক সেলিব্রেশন। সেটার জন্য অবশ্য শাস্তি পেতে হয়নি।

এবার থেকে আর শাস্তির খাঁড়া থাকবে না দিগ্বেশের উপর। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের খবর অনুযায়ী, বোর্ড থেকে আম্পায়ারদের জানানো হয়েছে সেলিব্রেশনের ব্যাপারে একটু ক্ষমাশীল হতে। ওই রিপোর্টে বলা হয়, ‘লখনউ সুপার জায়ান্টসের দিগ্বেশ রাঠিকে এই মরশুমে নোটবুক সেলিব্রেশনের জন্য দুবার শাস্তি পেতে হয়েছে। আম্পায়ারদের বলা হচ্ছে, প্লেয়ারদের সেলিব্রেশনের ক্ষেত্রে একটু নমনীয় হতে।’

তবে দিগ্বেশ ‘নোটবুক’ সেলিব্রেশন বন্ধ করে দিয়েছেন। কেন? কারণ তাঁর পরিবার মনে করে, এই সেলিব্রেশনকে বিপক্ষ ব্যাটারকে ‘অসম্মান’ করা হচ্ছে। তাঁর দাদা সানির বক্তব্য ছিল, ‘এই সেলিব্রেশনে হয়তো তুমি আত্মবিশ্বাস পাও। কিন্তু কাউকে অসম্মান কোরো না।’ আইপিএলে আপাতত ৭ ম্যাচে ৯ উইকেট লখনউ স্পিনারের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub