Advertisement
Advertisement

Breaking News

Ishan Kishan

হায়দরাবাদে রানের সুনামি, ঈশানের সেঞ্চুরিতে আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড অরেঞ্জ আর্মির

সংক্ষিপ্ত এই ফরম্যাটে তিনি এখনও অন্যতম সেরা, বোঝালেন ঈশান।

IPL 2025: Tsunami of runs in Hyderabad, Ishan's century sets Orange Army's record for highest runs in IPL

ছবি এক্স

Published by: Prasenjit Dutta
  • Posted:March 23, 2025 5:27 pm
  • Updated:March 24, 2025 12:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তুলল সানরাইজার্স হায়দরাবাদ। এদিন মেজাজি শুরু করলেন অরেঞ্জ আর্মির ওপেনাররা। টসে জিতে ফিল্ডিং নিলেন রাজস্থান চ্যালেঞ্জার্স অধিনায়ক রিয়ান পরাগ। বুঝতে পারেননি, এই সিদ্ধান্তই বুমেরাং হয়ে যাবে। এর আগেও সর্বোচ্চ রানের ইনিংস ছিল সানরাইজার্সদের দখলেই। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর সঙ্গে তারা করেছিল ২৮৭ রান। এদিন রাজস্থানি বোলারদের পাড়ার বোলারে পরিণত করে নিজেদের সেই রেকর্ডের কাছাকাছি চলে গেল তারা।

অভিষেক শর্মা ১১ বলে ২১ রানে মহেশ থিকসানার বলে আউট হয়ে গেলেও থামানো যায়নি ট্র্যাভিস হেডকে। তিনি রীতিমতো রুদ্রমূর্তি ধারণ করেন। ৩১ বলে ৬৭ রানে তিনি যখন আউট হন হায়দরাবাদের রান তখন ৯.৩ ওভারে ১৩০। ঠিক সেখান থেকেই শুরু করেন ঈশান কিষান। তাঁর গায়ে ‘অবাধ্য’ ক্রিকেটারের তকমা। বাদ পড়েছেন ভারতীয় দল থেকেও। তাই আইপিএলকেই তিনি প্রমাণ করার মঞ্চ হিসেবে বেছে নিয়েছিলেন। যেভাবে তিনি ব্যাটিং করলেন তাতে যে কোনও দলের বোলারদের ভয় ধরতে বাধ্য। ৪৫ বলে সেঞ্চুরি করে তিনি বুঝিয়ে দিলেন ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে তিনি এখনও অন্যতম সেরা।

Advertisement

নিজের ব্যাটকে যেন ‘বঞ্চনা’র জবাব দেওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করলেন ঝাড়খণ্ডের এই তারকা। শেষমেশ ৪৭ বলে ১০৬ রানে অপরাজিত থাকলেন ঈশান। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১১টি চার এবং ৬টি বিরাট ছয় দিয়ে। ২০ ওভারে হায়দরাবাদের করে ৬ উইকেটে ২৮৬। অর্থাৎ, তাদেরই করা সর্বোচ্চ রানের থেকে তারা থামে মাত্র ১ রান দূরে। অন্যদিকে,  আইপিএল ইতিহাসের সবচেয়ে খরুচে বোলার হিসেবে লজ্জার রেকর্ড গড়লেন রাজস্থানের ব্রিটিশ তারকা জোফ্রা আর্চা‌র। ৪ ওভারে তিনি দিয়েছেন ৭৬ রান। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement