ছবি: কলকাতা নাইট রাইডার্স সোশাল মিডিয়া
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি কি কেকেআরের ঘরের ছেলে হয়ে উঠতে চাইছেন? আভাস অনেকটা সেরকমই। না, আভাস ঠিক নয়, এই যুক্তিতে অনেকটা সিলমোহরও দেওয়া যায়। তিনি রমনদীপ সিং। যাঁর কাছে আসন্ন আইপিএলের আগে ১০ কোটি টাকা পর্যন্ত অফার ছিল। কিন্তু টাকার লোভ তাঁকে কাবু করতে পারেনি।
আইপিএলের মেগা নিলামের আগে ৪ কোটি টাকায় এই অলরাউন্ডারকে ধরে রাখে কেকেআর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে চলতি আইপিএলের প্রথম ম্যাচে কেকেআর দলে ছিলেন তিনি। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে রমনদীপ এই দেনাপাওনার বিষয়ে কথা বলেছেন।
কী বলেছেন রমনদীপ? তাঁর কথায়, ”যে ফ্র্যাঞ্চাইজি এতটা পাশে থেকেছে, তাকে ছেড়ে যাওয়া ঠিক নয়। কেবল টাকার জন্য কেউ যদি চলে যায়, তাহলে সেটা ভালো বিষয় নয়। অনেক ফ্র্যাঞ্চাইজিই ১০ কোটি টাকা পর্যন্ত দিতে রাজি ছিল। যদিও আমি এসব নিয়ে ভাবিনি। আইপিএল এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে সুযোগ পাওয়াই সবচেয়ে বড় ব্যাপার। যে ফ্র্যাঞ্চাইজিতে খেলি, সবার আগে তার প্রতি সৎ থাকা উচিত।”
অর্থ যে তাঁর কাছে বড় ব্যাপার নয়, তা বলেছেন রমনদীপ। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তাঁর আইপিএল কেরিয়ার শুরু হয়েছিল। এরপর মাত্র ২০ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তাঁর সংযোজন, “কেবল টাকার জন্য কেকেআরে খেলি না। টাকা কোনও বড় ব্যাপার নয়। কিছু খেলোয়াড় আছে, যাঁদের কাছে এটা গুরুত্বপূর্ণ। আমার লক্ষ্য ভারতের হয়ে খেলা এবং বিশ্বকাপ জেতা।” অর্থাৎ নাইটদের প্রতি ভালোবাসার জন্য ৬ কোটির লোকসান হয়েছে তাঁর। যদিও এই ‘লোকসান’ নিয়ে কোনও আপশোস নেই রমনদীপের।
অন্যদিকে, কোন কোন ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে তিনি ১০ কোটির প্রস্তাব পেয়েছিলেন, তা অবশ্য তিনি খোলসা করেননি। কোন ক্রিকেটারদের কাছেই বা টাকা সবার আগে প্রাধান্য পায়, সে ব্যাপারেও তিনি টু শব্দটি করেননি। তবে, কেকেআর ফ্র্যাঞ্চাইজির প্রতি রমনদীপের এমন মনোভাব নেটিজেনদের কাছ থেকে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়ে নিয়েছে।
IPL franchise offered Ramandeep Singh 10 crore to come in auction but he didn’t leave KKR and decided to stay at KKR for just 4 crore
RESPECT PRO MAX Paaji @Raman___19
pic.twitter.com/Dl1rlJZe81
— कट्टर KKR समर्थक
™ (@KKRWeRule) March 23, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.