Advertisement
Advertisement

Breaking News

Mumbai Indians

আইপিএলের প্রথম ম্যাচেই ‘নিষিদ্ধ’ হার্দিক, মুম্বইয়ের নেতৃত্বে কে?

২৩ তারিখ সিএসকে'র বিরুদ্ধে প্রথম ম্যাচ মুম্বইয়ের।

IPL 2025: Suryakumar to lead Mumbai Indians in first match, confirms Hardik Pandya

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:March 19, 2025 12:54 pm
  • Updated:March 19, 2025 1:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর তিন দিন পরেই শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত আইপিএল। আগামী রোববার মাঠে নামতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। তাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। আর প্রথম ম্যাচেই নেই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। মুম্বইয়ের নেতৃত্ব এবার কাঁধে বর্তাবে সেটাও জানিয়ে দিলেন খোদ হার্দিকই। 

২৩ তারিখ সিএসকে’র বিরুদ্ধে ম্যাচে অধিনায়কত্ব করতে পারবেন না হার্দিক পাণ্ডিয়া। আগের মরশুমের শেষ ম্যাচে ওভাররেটের নিষেধাজ্ঞার কারণে প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। হার্দিকের কথায়, “আমি না থাকলে সূর্যই মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন। এই ফরম্যার্টে সেই যোগ্য ও প্রথম পছন্দ। সূর্যই সেরা বিকল্প।”

Advertisement

মুম্বই ইন্ডিয়ান্স শিবিরকে হার্দিকের নিষেধাজ্ঞার বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এ ব্যাপারে নিশ্চিত করেছেন দলের প্রধান কোচ মাহেলা জয়বর্ধনেও।

মুম্বই ইন্ডিয়ান্স এমন একটা দল যে দলে আরও অনেকেরই আন্তর্জাতিক স্তরে অধিনায়কত্ব সামলানোর অভিজ্ঞতা আছে। রোহিত শর্মা টিম ইন্ডিয়ার টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক। সূর্যকুমার যাদব ভারতীয় টি-২০ দলের ক্যাপ্টেন। মুম্বই দলে রয়েছেন জশপ্রীত বুমরাহ। তিনিও ভারতীয় দলে অধিনায়কত্ব সামলেছেন। এই ব্যাপারে নিজেকে ভাগ্যবান মনে করেছেন পাণ্ডিয়া।

তাঁর কথায়, “ভাগ্যবান যে সঙ্গে তিনজন অধিনায়ক খেলছেন। যা আমার আত্মবিশ্বাসকে একধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেবে। কোনও দরকার পড়লে এই তিনজনের কাছে যেতে পারব। তিনজনই ভারতকে নেতৃত্ব দিয়েছে। তাদের অভিজ্ঞতাও প্রচুর। তারা অবশ্যই আমার পাশে দাঁড়াবেন।”

নিষেধাজ্ঞা নিয়ে হার্দিক বলেন, “এটা আমার হাতের বাইরে। গত বছর যা ঘটেছিল, তা খেলারই অঙ্গ। দু’মিনিট দেরিতে আমরা ওভার শেষ করেছিলাম। এর পরিণতি কী হতে পারে, সেটা তখনও পুরোপুরি বুঝিনি। কিন্তু নিয়ম তো নিয়মই। তা মেনে চলতেই হয়।”

গত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব নিয়ে কম ডামাডোল হয়নি। মুম্বইয়ের হয়ে ছ’বার আইপিএল জয়ী অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে ক্যাপ্টেন্সি তুলে দেওয়া হয় হার্দিক পাণ্ডিয়ার কাঁধে। তারপর যখনই তিনি ওয়াংখেড়েতে নেমেছেন, ততবার ধিক্কার জানিয়েছে ভক্তরা। এমনকী কুকুরের সঙ্গেও তুলনা করা হয়েছিল। তারপরই টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বপ্নের প্রত্যাবর্তন। শেষ ওভারে বিশ্বকাপ জিতিয়ে হার্দিক বন্দিত নায়ক। রাজার সম্মানে ফিরেছিলেন সেই ওয়াংখেড়েতেই। আর সদ্য জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিও।

হার্দিকের সংযোজন, “২০২৪-এ আত্মবিশ্বাসী ছিলাম। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সময়েও আত্মবিশ্বাসী ছিলাম। এখনও আমি আত্মবিশ্বাসী। আমি সবসময় আত্মবিশ্বাসী থাকি।” ২৯ মার্চ আহমদাবাদে গুজরাট টাইটান্সের বিপক্ষে মুম্বই ইন্ডিয়ান্সের দ্বিতীয় ম্যাচ থেকে মাঠে নামায় বাধা থাকবে না হার্দিকের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub