আইপিএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ২২ মার্চ থেকে শুরু কোটি টাকার লিগ। মহা নিলামের পর কেমন হল কোন দল? কারা বেশি শক্তিশালী? একনজরে সব ফ্র্যাঞ্চাইজির শক্তি বা দুর্বলতা? আজ গুজরাট টাইটান্স।
প্রথম দুই মরশুমে আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল গুজরাট টাইটান্স। অভিষেকেই চ্যাম্পিয়ন হয়েছিল হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট। তার পরের বার রানার্স। গত মরশুমে শুভমান গিলের নেতৃত্বে আট নম্বরে শেষ করেছিল গুজরাট। এবারও নেতৃত্বের দায়িত্ব তাঁর কাঁধেই। নিলামে প্রায় নতুন করে দল গড়েছে তারা। একঝাঁক নতুন তারকা নিয়ে আইপিএল জয়ের লড়াইয়ে নামবে তারা।
স্কোয়াড: রশিদ খান, শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া, শাহরুখ খান, কাগিসো রাবাডা, জস বাটলার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, নিশান্ত সিন্ধু, মহিপাল লোমরোর, কুমার কুশাগ্র, অনুজ রাওয়াত, মানব সুতার, ওয়াশিংটন সুন্দর, জেরাল্ড কোয়ের্ৎজি, আরশাদ খান, গুরনুর ব্রার, শেরফেন রাদারফোর্ড, সাই কিশোর, ইশান্ত শর্মা, জয়ন্ত যাদব, গ্লেন ফিলিপস, করিম জানাত, কুলবন্ত খেজরোলিয়া।
শক্তি: গুজরাট ব্যাটিংয়ের ওপেনিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী। গিল-বাটলার, দুজনেই গতবার ভালো ফর্মে ছিলেন। ম্যাচের রং বদলে দিতে পারেন সাই সুদর্শন। ফিল্ডিংয়ে গ্লেন ফিলিপসকে একাই একশো বলাই যায়। ব্যাটিং-বোলিং দুটোতেই পারদর্শী তিনি। ওয়াশিংটন সুন্দরকে দলে নেওয়ায় অলরাউন্ডারের সমস্যা মিটবে। বলা যায়, তাঁদের স্পিন বিভাগ যথেষ্ট শক্তিশালী। রশিদ খানকে সামলাতে কালঘাম ছুটবে যে কোনও ক্রিকেটারের। সঙ্গ দেবেন রাহুল তেওয়াটিয়াও।
দুর্বলতা: ব্যাটিংয়ে গভীরতার অভাব সমস্যার কারণ হতে পারে। ফিনিশারের দায়িত্ব কার উপর বর্তায় সেটা দেখার। হার্ড হিটিং ব্যাটারের অভাব রয়েছে। স্পিন বিভাগ শক্তিশালী হলেও ভোগাতে পারে পেস বিভাগ। মহম্মদ সিরাজ সাম্প্রতিক সময়ে ভালো ছন্দে নেই। রাবাডাও ধারাবাহিক নন। তার সঙ্গে নজর থাকবে শুভমান গিলের নেতৃত্বের দিকে।
সম্ভাব্য একাদশ:
শুভমান গিল (অধিনায়ক)
জস বাটলার
সাই সুদর্শন
গ্লেন ফিলিপস
শাহরুখ খান
রাহুল তেওয়াটিয়া
ওয়াশিংটন সুন্দর
রশিদ খান
মহম্মদ সিরাজ
কাগিসো রাবাডা
প্রসিদ্ধ কৃষ্ণ
ইমপ্যাক্ট প্লেয়ার: সাই কিশোর
এক্স ফ্যাক্টর: রশিদ খান। আফগান তারকা বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও পার্থক্য গড়ে দিতে পারেন। ১৮ কোটি টাকা দিয়ে তাঁকে রিটেইন করেছে গুজরাট। সেটার মূল্য দেওয়ার জন্য তৈরি থাকবেন তিনি।
সম্ভাবনা: ভারসাম্যের সামান্য অভাব আছে। শুভমান গিলের নেতৃত্বের উপর অনেক কিছু নির্ভর করছে। তাছাড়া পেস বিভাগ সঙ্গ দিলে প্লে অফ পর্যন্ত যেতেই পারে গুজরাট টাইটান্স।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.