Advertisement
Advertisement
Sourav Ganguly on Shreyas Iyer

সব ফরম্যাটে মাতাতে তৈরি শ্রেয়স! পাঞ্জাব অধিনায়কের উন্নতিতে অভিভূত সৌরভ

এক প্রাক্তন নাইটের প্রশংসায় পঞ্চমুখ আরেক প্রাক্তন নাইট।

IPL 2025: Sourav Ganguly praised Punjab captain Shreyas Iyer
Published by: Prasenjit Dutta
  • Posted:March 26, 2025 12:46 pm
  • Updated:March 26, 2025 1:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত আইপিএলে তিনি ছিলেন কেকেআর অধিনায়ক। কলকাতা চ্যাম্পিয়নও হয়েছিল তাঁর নেতৃত্বে। যদিও এবার তিনি নাইট রাইডার্সে নয়, রয়েছেন পাঞ্জাব কিংসে। সেখানেও তিনি অধিনায়ক। শুরুতেই খেলেছেন ‘ক্যাপ্টেন নক’। আর তাঁকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। 

কী বলেছেন তিনি? তাঁর মতে, শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) খুব দ্রুত উন্নতি করেছেন। গত ১২ মাসের মধ্যে ‘সবচেয়ে উন্নতি করা ব্যাটসম্যান’ শ্রেয়সই। তিনে নেমে তাঁর মারমুখী ইনিংস ইতিমধ্যেই তারিফ কুড়িয়ে নিয়েছে সবার। সঙ্গে ‘নিঃস্বার্থ’ অধিনায়কত্বের নমুনাও দেখা গিয়েছে। সৌরভ মনে করেন, ৩০ বছর বয়সি শ্রেয়স আইয়ার এই মুহূর্তে ভারতীয় দলের হয়ে তিনটি ফরম্যাটে খেলার জন্য তৈরি। 

Advertisement

সৌরভ তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘গত এক বছরে শ্রেয়স আইয়ার সবচেয়ে বেশি উন্নতি করেছে। সব ফরম্যাটে খেলার জন্য এখন ও প্রস্তুত। লেন্থ নিয়ে ওর কিছু সমস্যা ছিল। কিন্তু এখন সেই সমস্যা কাটিয়ে উঠে ও যেভাবে উন্নতি করেছে তা দেখে দারুণ লাগছে।’

শ্রেয়স ভারতের একদিনের দলে নিয়মিত সদস্য। যদিও টেস্ট এবং টি-টোয়েন্টিতে নিজের জায়গা ধরে রাখতে পারেননি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহকও এই শ্রেয়স। এবার হয়তো টিম ইন্ডিয়ার টেস্ট ও টি-টোয়েন্টি দলে খুব তাড়াতাড়ি তাঁকে দেখা যাবে। উল্লেখ্য, পাঞ্জাব অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ার গুজরাটের বিরুদ্ধে করেন ৪২ বলে অপরাজিত ৯৭। ভক্তদের মতে, এভাবেই হয়তো তিনি কেকেআরের কাছ থেকে পাওয়া বঞ্চনার জবাব দেওয়া শুরু করলেন। প্রথম ম্যাচে তাঁর চওড়া ব্যাটে ভর করে ১১ রানে জিতে আইপিএল অভিযান শুরু করেছে পাঞ্জাব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement