ছবি সোশাল মিডিয়া
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩০ বলে হাফসেঞ্চুরি হাঁকিয়ে আইপিএলের অষ্টাদশ মরশুমে স্বপ্নের শুরু করেছেন বিরাট কোহলি। আইপিএলের ইতিহাসে তাঁর নামে রয়েছে একাধিক রেকর্ড। কিন্তু জানেন কি এবারের আইপিএল থেকে তিনি কত টাকা আয় করছেন? রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে তাঁর বেতন ২১ কোটি টাকা। গত বছরের থেকে যা ৪০ শতাংশ বেশি।
২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আইপিএলে কোহলির বেতন ছিল মাত্র ১২ লক্ষ টাকা। ২০২৫ সালে এসে টাকার সেই অঙ্ক পৌঁছেছে ২১ কোটি টাকায়। ২০১০-এর পর কোহলির বেতনে বিরাট গতিবৃদ্ধি ঘটে। ২০১১-১৩-এ তাঁর বেতন বেড়ে হয় ৮.২৮ কোটি। ২০১৪ থেকে ২০১৭ সালে তিনি রোজগার করতেন ১২.৫ কোটি। ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে যা পৌঁছায় ১৭ কোটি টাকায়। তবে ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে তাঁর বেতন কমে ১৫ কোটিতে নেমে আসে। কিন্তু এখন তিনি ধরাছোঁয়ার বাইরে। ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত তিনি আইপিএল থেকে মোট ১৭৯.৭০ কোটি টাকা কামিয়েছেন। এসব তথ্য জানা গিয়েছে অনলাইন ট্যাক্স অ্যান্ড বিজনেস কনসালটেন্সি ফার্ম ‘ট্যাক্সোলজি ইন্ডিয়া’ থেকে।
যেহেতু কোহলি আরসিবির ‘কর্মচারী’ নন, তাই আইপিএলে টাকা পাচ্ছেন চুক্তির ভিত্তিতে। এই আয়কে আয়কর আইন, ১৯৬১-এর ধারা ২৮-এর অধীনে রাখা হয়েছে। একে দেখা হয়েছে ব্যবসা বা পেশা থেকে আয় হিসেবে। বিরাট কোহলি ৫ কোটি টাকার বেশি আয় করছেন। তাই তিনি সর্বোচ্চ আয়কর স্ল্যাবের আওতায় পড়েন। তাঁকে মোট আয়ের উপর ৩০ শতাংশ হারে কর দিতে হবে। অর্থাৎ তাঁকে ৬.৩ কোটি টাকা ট্যাক্স দিতে হবে।
উল্লেখ্য, এবার আইপিএলে আরসিবি থেকে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় বিরাট কোহলিই। তাঁর পরেই জশ হ্যাজলউড (১২.৫০ কোটি টাকা) এবং ভুবনেশ্বর কুমার (১০.৭৫ কোটি টাকা)। মাত্র ৩০ লক্ষ টাকায় আরসিবি স্বস্তিক চিকারা, মনোজ ভান্ডেজ, অভিনন্দন সিং এবং মোহিত রাঠিকে কিনেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.