সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানের কোচিং করাচ্ছেন তিনি। কিন্তু সেটা ‘ভাঙা পায়ে’। টুর্নামেন্ট শুরুর আগেই পায়ে চোট লাগে রাহুল দ্রাবিড়ের। এখনও তাঁর পায়ে বিশেষ ধরনের ব্যান্ডেজ। ঘুরতে হচ্ছে বৈদ্যুতিন হুইলচেয়ারে। অবশেষে রাহুল দ্রাবিড় স্বীকার করলেন, ‘এই বয়সে ক্রিকেট খেলতে যাওয়া ভুলই হয়েছে’।
আসলে, কিছুদিন আগেই বেঙ্গালুরুতে ক্রিকেট খেলতে নেমেছিলেন দ্রাবিড়। সেখানেই তাঁর পায়ে চোট লাগে। তারপর বেশ কয়েকদিন চিকিৎসা চলে। যে কারণে রাজস্থান দলে যোগ দিতেও কিছুটা দেরি হয়। আইপিএল শুরুর মাত্র কিছুদিন আগে তিনি রাজস্থান শিবিরে যোগ দেন। প্রথম দিকে ক্রাচ নিয়ে অনুশীলন তদারকি করতেন। কিন্তু তাতে তো মাঠের সব জায়গায় ঘুরে দেখা যায় না, প্র্যাকটিসে কী চলছে। তাই বৈদ্যুতিন হুইলচেয়ারের বন্দোবস্ত করতে হয়েছে।
এখন কিছুটা আফসোসই হচ্ছে দ্রাবিড়ের। তিনি বলেন, “আস্তে আস্তে সুস্থ হচ্ছি। সকলে খুব সাহায্য করছে। বিষয়টা দুর্ভাগ্যজনক। কিন্তু এই বয়সে এসে ক্রিকেট ম্যাচ খেলাটা ঠিক হয়নি। এখন তো আর কিছু করার নেই। আর এরকম হতেই পারে।”
আইপিএলে রাজস্থান রয়্যালসের অবস্থাও খুব একটা ভালো নয়। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪৪ রানে হেরেছিল দ্রাবিড়ের দল। পরের ম্যাচে নাইট রাইডার্সের কাছে ৮ উইকেটে হারতে হয়েছে। তবে দ্রাবিড় বলছেন, “সবে তো টুর্নামেন্ট শুরু হল। অনেক কিছু ইতিবাচক দিকও আছে। সানরাইজার্সের বিরুদ্ধে আমরা অন্তত ২৫-৩০ রান বেশি দিয়েছি। নাইট রাইডার্সের বিরুদ্ধে আরও ২৫-৩০ রান বেশি করতে হত। কিন্তু আমরা আত্মবিশ্বাসী যে ঘুরে দাঁড়াব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.