Advertisement
Advertisement

Breaking News

Rohit Sharma

‘আমার দায়িত্ব শেষ…’, নেতৃত্ব বিতর্কের মধ্যেই ভাইরাল রোহিতের ভিডিও

হার্দিকের সঙ্গে কি এখনও বিরোধ রয়েছে? প্রশ্ন নেটিজেনদের।

IPL 2025: Rohit Sharma's chat with Zaheer Khan goes viral and netizen slams MI former captain
Published by: Arpan Das
  • Posted:April 4, 2025 2:04 pm
  • Updated:April 4, 2025 2:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে ব্যাটে রান নেই। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে গত তিন ম্যাচে রোহিত শর্মা করেছেন ০, ৮, ১৩ রান। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে তাঁর ফর্ম নিয়ে জোর চর্চা চলছে। এর মধ্যে রোহিতের বক্তব্য নিয়ে ফের বিতর্ক বেঁধেছে। লখনউ মেন্টর জাহির খানের সঙ্গে হিটম্যানের কথোপকথনে ফিরে আসছে মুম্বইয়ে গতবারের অধিনায়ক বিতর্ক।

জাহির খান দীর্ঘদিন মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ ছিলেন। আপাতত লখনউয়ের দায়িত্বে। দুই বন্ধুর দেখা হতে হাসিঠাট্টাও হল। সেই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করে মুম্বই। একটু পরে সেখানে হাজির হন লখনউ অধিনায়ক ঋষভ পন্থ। তার মধ্যেই রোহিতকে বলতে শোনা যায়, “যখন যেটা করার দরকার ছিল, তখন সেটা দায়িত্ব নিয়ে করেছি। এখন আর কিছু করার দরকার নেই।”

Advertisement

সেটা নিয়েই শুরু হয় বিতর্ক। কোন প্রসঙ্গে এই কথা বলেছেন, তা নিয়ে মতবিরোধও রয়েছে। অনেকের মতে, মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব নিয়ে বিতর্ক প্রসঙ্গেই তিনি এই কথা বলছেন। গতবার তাঁকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করা হয়। সেই বিতর্কের আঁচ কি এখনও জ্বলছে? প্রশ্ন নেটদুনিয়ায়।

তার মধ্যে এবার একেবারেই ফর্মে নেই রোহিত। ‘এখন আর কিছু দরকার নেই’ বলে তিনি কী বোঝাতে চাইছেন? নেটদুনিয়ায় প্রশ্ন, তাহলে কি হার্দিকের সঙ্গে এখনও বিরোধিতা রয়েছে? তবে কোন প্রসঙ্গে রোহিত এই কথাগুলো বলেছেন, তা পরিষ্কার নয়। ফলে জল্পনা আরও বাড়ছে। এর মধ্যে মুম্বই থেকে ভিডিওটি প্রথমে ডিলিট করে দেওয়া হয়। পরে ফের পোস্ট করে। সেটাও ইঙ্গিতবহ বলে মনে করছে অনেকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement