ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL 2025) রবিবাসরীয় ‘এল ক্লাসিকো’য় শুরু থেকেই নড়বড়ে দেখিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। নিষেধাজ্ঞার কারণে হার্দিক পাণ্ডিয়া ছিলেন না। বুমরাহেরও চোট। তাঁকেও পাওয়া যায়নি। তাই রোহিত শর্মার উপর বাড়তি দায়িত্ব ছিল। কিন্তু তিনি মাত্র চার বল খেলেই খলিল আহমেদের শিকার হন। কোনও রান না করেই সাজঘরে ফেরেন ‘হিটম্যান’। ১১টা মাস পর তাঁকে দেখা গিয়েছিল টি-টোয়েন্টি ক্রিকেটের আসরে। তাই প্রত্যাশাও ছিল আকাশছোঁয়া। কিন্তু তাতে তিনি ডাহা ফেল করে গড়ে ফেললেন লজ্জার এক রেকর্ড।
প্রথম বল থেকেই রোহিত শর্মাকে ঝামেলার মধ্যে ফেলেন রাজস্থানের পেসার। তাঁর চতুর্থ বলটিতে স্টেপ আউট করে ফ্লিক করার চেষ্টা করেছিলেন রোহিত (Rohit Sharma)। কিন্তু বল চলে যায় মিড-উইকেটে দাঁড়ানো শিবম দুবের হাতে। সহজ ক্যাচ নেন তিনি। শূন্যে আউট হয়ে রোহিত শর্মা উঠে এলেন আইপিএলের রেকর্ড বুকে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশিবার শূন্য রানের রেকর্ড গড়ে তিনি গ্লেন ম্যাক্সওয়েল এবং দীনেশ কার্তিকের সঙ্গে একই সারিতে বসলেন। প্রত্যেকেই আইপিএলে শূন্যে আউট হয়েছেন ১৮ বার।
এর পর রয়েছেন সুনীল নারিন এবং পীযূষ চাওলা। ১৬ বার রানের খাতা না খুলেই তারা সাজঘরে ফিরেছেন। রশিদ খান এবং মনদীপ সিং ১৫ বার শূন্য রানে আউট হয়েছেন। মণীশ পাণ্ডে ও অম্বাতি রায়ড়ু ১৪ বার হয়েছেন শূন্যে আউট। চলতি আইপিএলে আর একবার রোহিত শর্মা ‘ডাক’ করে আউট হলে শীর্ষে পৌঁছে যাবেন তিনি।
অন্যদিকে, সবচেয়ে বেশি আইপিএল ম্যাচ খেলা ক্রিকেটার হিসেবে দ্বিতীয় স্থানে উঠে এলেন রোহিত শর্মা। গত কাল ছিল তাঁর ২৫৮তম ম্যাচ। তাঁর নীচে এখন দীনেশ কার্তিক (২৫৭)। ২৬৫ ম্যাচ খেলে শীর্ষে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। উল্লেখ্য, চেন্নাই সুপার কিংসের কাছে প্রথম ম্যাচে ৪ উইকেটে হেরে গিয়েছে মুম্বই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.