Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

ভক্তের ভগবান! ইডেনে বিরাট-পায়ে লুটিয়ে পড়লেন সমর্থক, বুকে আশ্রয় দিলেন কোহলিও

নাইটদের বিরুদ্ধে ঝড় তুলে বিরল রেকর্ডও গড়লেন বিরাট।

IPL 2025: A fan entered ground and touched the feet of Virat Kohli during the KKR vs RCB match
Published by: Arpan Das
  • Posted:March 22, 2025 11:59 pm
  • Updated:March 23, 2025 12:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি এলেন, দেখলেন, জয় করলেন। অবশ্য এটাই তাঁর অভ্যাস। পৃথিবীর যে কোনও মাঠেই তিনি ‘কিং’ কোহলি। রেকর্ড গড়া তাঁর কাছে নেশার মতো। এবার আইপিএলের (IPL 2025) প্রথম ম্যাচে কেকেআরে বিরুদ্ধে নয়া নজির গড়লেন কোহলি (Virat Kohli)। আর তার মাঝেই বিরাট-পায়ে লুটিয়ে পড়লেন এক ভক্ত। 

কোহলির ব্যাটে অবিস্মরণীয় কীর্তি দেখার জন্যই তো মাঠে হাজির হন ভক্তরা। আর ইডেনে সোনালি-বেগুনি জার্সির মধ্যে বেঙ্গালুরুর জার্সিও নেহাত কম ছিল না। যার গায়ে জার্সি নেই, তার কপালে রয়েছে ফেট্টি। সেরকমই একজন দৌড়ে ঢুকে পড়লেন মাঠে। লক্ষ্য একবার কোহলির পা ছুঁয়ে দেখা। সেই লক্ষ্যে সফলও হলেন ওই ভক্ত। তাঁকে বুকে জড়িয়ে ধরলেন বিরাটও। সঙ্গে সঙ্গেই অবশ্য তাঁকে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া হয়।

Advertisement

এমনিতে কেকেআরের বিরুদ্ধে তাঁর ব্যাটিং রেকর্ড বেশ ভালো। এই ম্যাচে নামার আগে ৩৪টি ম্যাচে ৯৬২ রান। আর এদিন অপরাজিত থাকলেন ৫৯ রানে। তবে রেকর্ড গড়ার জন্য অত দূর যেতে হয়নি। ৩৮ রানের মাথাতেই নজির গড়লেন কোহলি। কেকেআরের বিরুদ্ধে তৃতীয় ক্রিকেটার হিসেবে ১০০০ রান করলেন তিনি।

না, নজিরের আরও বাকি রয়েছে। আসলে শুধু কেকেআর নয়। আইপিএলের ইতিহাসে চারটি দলের বিরুদ্ধে হাজার রান করা প্রথম ক্রিকেটার হিসেবে উঠে এলেন বিরাট। সেই চারটি দল হল, চেন্নাই, দিল্লি, পাঞ্জাব ও কেকেআর। আইপিএল ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রানের রেকর্ড এমনিতেও রয়েছে বিরাটের নামে। এখনও পর্যন্ত তিনি ইডেনে খেলেছেন ১৪টি ম্যাচ। ১৩ ইনিংসে করেছেন ৪৩০ রান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub