Advertisement
Advertisement
Virat Kohli

ড্রেসিংরুম থেকে ‘চুরি’ গেল কোহলির সম্পত্তি, হইচই আরসিবি শিবিরে! ‘অপরাধী’ কে?

নাইটদের বিরুদ্ধে জয়ের পর কী ঘটল আরসিবি ড্রেসিংরুমে?

IPL 2025: RCB player uses Virat Kohli's perfume without asking
Published by: Arpan Das
  • Posted:March 26, 2025 4:52 pm
  • Updated:March 26, 2025 4:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকা হইচই বেঙ্গালুরু শিবিরে! ‘চুরি’ গেল কোহলির সম্পত্তি। নাইট রাইডার্সের বিরুদ্ধে জয়ের পরই প্রকাশ্যে এল সব ঘটনা। আর সেই ‘চুরি’টা ঘটল খোদ কোহলির সামনেই। কাণ্ডটা ঘটালেন আরসিবি’র তরুণ ক্রিকেটার স্বস্তিক চিকারা। তাঁর কর্মকাণ্ড দেখে অবাক বেঙ্গালুরুর ক্রিকেটাররাও।

আসলে ‘চুরি’ গিয়েছে কোহলির পারফিউমের বোতল। পুরো ঘটনাটাই অবশ্য ঘটেছে মজার ছলে। কেকেআরের বিরুদ্ধে জয়ের পর ড্রেসিংরুমে আনন্দের পরিবেশ ছিল। সেই সময় স্বস্তিক চিকারা কোহলির ব্যাগ থেকে পারফিউমের বোতল তুলে নেন। এমনকী কোহলিকে জিজ্ঞাসাও পর্যন্ত করেননি তিনি। যা দেখে অবাক যশ দয়াল ও রজত পাতিদাররা। যশ দয়াল বলছেন, “আমরা প্রচণ্ড হাসাহাসি শুরু করি। স্বস্তিকের মধ্যে কিন্তু ভাবান্তর দেখা যায়নি।” অন্যদিকে আরসিবি অধিনায়ক তো বলেই দিলেন, “বিরাট ভাই ওখানেই ছিল। আমি অবাক হয়ে ভাবছি স্বস্তিক করছেটা কী?”

Advertisement

অবশ্য সাফাইও দিচ্ছেন স্বস্তিক। তাঁর সাফ বক্তব্য এটা কোহলির ভালোর জন্যই করেছেন। তিনি বলছেন, “বিরাট তো আমাদের বড়দাদা। তাই ও যাতে খারাপ পারফিউম ব্যবহার না করে, সেটা আমি দেখছিলাম। আমি পারফিউম ব্যবহার করার পর কোহলি জিজ্ঞেসও করে, কেমন এটা? আমি বললাম ভালোই।”

এবার ৩০ লক্ষ্য টাকা দিয়ে স্বস্তিককে কিনেছে আরসিবি। প্রথম ম্যাচে অবশ্য সুযোগ পাননি ১৯ বছর বয়সি ক্রিকেটার। বেঙ্গালুরুর পরের ম্যাচ ২৮ মার্চ চেন্নাইয়ের বিরুদ্ধে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement