সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টিকে বলা হয় ব্যাটারদের খেলা। বোলারদের জন্য সেখানে নাকি কিছুই নেই। বিশেষ করে আইপিএলে যেখানে ৩০০-র কাছাকাছি রান উঠে যাচ্ছে, তাতে সেই বক্তব্যই যেন সত্যি প্রমাণ হচ্ছে। সেটা নিয়ে চিন্তিত রবিচন্দ্রন অশ্বিনও। তাঁর সাফ বক্তব্য, এরকম চলতে থাকলে বোলাররা মাঠ ছেড়ে পালাবে।
তবে তিনি সবচেয়ে বেশি অসন্তুষ্ট আইপিএলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে। সেখানে পুরস্কারের তালিকায় মূলত ব্যাটারদের নামই থাকে। সেটা নিয়ে অশ্বিন বলছেন, “আইপিএলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্তত ১০টা পুরস্কার থাকে। তার মানে ২২ জনের মধ্যে ৫০ শতাংশ ক্রিকেটারই পুরস্কার পেতে পারে। কিন্তু কেউ যদি ভালো বল করে বা ভালো ওভার করে, তার জন্য কোনও পুরস্কার নেই।”
নিজের ইউটিউব চ্যানেলে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমস্যা তুলে ধরে তিনি আরও বলেন, “ব্যাটারদের জন্য সুপার স্ট্রাইকার, সুপার চার, সুপার ছয়, তিনটি পুরস্কার এমনিই আছে। কোনও সুপার বল তো সেখানে নেই। এক সময় দ্রুততম বলের পুরস্কার ছিল। যদি কেউ সেই বলে ছয়ও খেত, তাহলেও তাঁকে পুরস্কার দেওয়া হত।”
অশ্বিন বলছেন, “সেই সময় খুব বেশি দূরে নেই যে, বোলাররা বল নিয়ে মাঠের বাইরে দৌড়ে পালাবে। যদি আমি বলই না করি, তাহলে মারবে কীভাবে?” আসলে আইপিএলের মতো ‘ব্যাটারদের টুর্নামেন্টে’ বোলারদের পরিস্থিতি নিয়ে অশ্বিন বরাবরই সরব। সম্প্রতি গুজরাটের বিরুদ্ধে পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার দুরন্ত ব্যাট করলেও অশ্বিনের মতে বিজয়কুমারের ওভারে ম্যাচ ঘুরে যায়।
Technically Ashwin is a spinner, but here he bowled a straight one onto the stump and clean bowled many !!
pic.twitter.com/JQHMtV55V2
— Yo Yo Funny Singh (@moronhumor) March 27, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.