লখনউ সুপার জায়ান্টস: ১৭১-৭ (পুরান ৪৪, বাদোনি ৪১, অর্শদীপ ৩-৪৩)
পাঞ্জাব কিংস: ১৭৭-২ (প্রভসিমরন ৬৯, শ্রেয়স ৫২)
পাঞ্জাব কিংস ৮ উইকেটে জয়ী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিকি পন্টিং এবং শ্রেয়স আইয়ারের ছোঁয়ায় যেন বদলে গিয়েছে পাঞ্জাব কিংস। যে পাঞ্জাব কিংস বছরের পর বছর পয়েন্ট টেবিলের তলানিতে থাকতে অভ্যস্ত, শ্রেয়সদের আগমনে এবারের মরশুমের শুরুতেই তাঁদের অপ্রতিরোধ্য মনে হচ্ছে। মঙ্গলবার যেমন টুর্নামেন্টের অন্যতম সেরা ব্যাটিং বিভাগকে একপ্রকার দুমড়ে দিয়ে অনায়াসে ম্যাচ জিতে নিল পাঞ্জাব। লখনউয়ের বিরুদ্ধে শুধু ৮ উইকেটে জয়ই নয়, টুর্নামেন্টের দুই ম্যাচের দুটিতেই রীতিমতো দাপট দেখালো শ্রেয়স ব্রিগেড।
মঙ্গলবার একানা স্টেডিয়ামে টস জিতে প্রত্যাশিতভাবেই প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা বিশ্রী করে লখনউ। মিচেল মার্শ, এইডেন মার্করাম এবং ঋষভ পন্থ, ব্যাটিং বিভাগের তিন স্তম্ভকে তারা হারায় মাত্র ৩৯ রানে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেন নিকোলাস পুরান এবং আয়ুশ বাদোনি। পুরান ৩০ বলে ৪৪ এবং বাদোনি ৩৩ বলে ৪১ রান করেন। শেষদিকে আবদুল সামাদ ১২ বলে ২৭ রানের ইনিংস খেলে লখনউকে ১৭১ রানের সম্মানজনক জায়গায় পৌঁছে দেন।
কিন্তু একানার ব্যাটিং সহায়ক পিচে এই রান তুলতে বিশেষ বেগই পেতে হয়নি পাঞ্জাবকে। প্রথম উইকেটের জুটিতে ২৬ রান ওঠে। প্রথম উইকেটের পতনের পর ইনিংসের হাল ধরেন প্রভসিমরণ সিং এবং অধিনায়ক শ্রেয়স নিজে। প্রভসিমরন মাত্র ৩৪ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। শ্রেয়স করেন ৩০ বলে ৫২ রান। নেহাল ওয়াধেরা ২৫ বলে ৪৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন। শেষপর্যন্ত মাত্র ১৬ ওভার দু’বলে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব।
একজন নিলামে দর পেয়েছিলেন ২৭ কোটি। আর একজন পেয়েছিলেন পৌনে সাতাশ কোটি। আইপিএলের দুই সবচেয়ে দামি অধিনায়কের প্রথম লড়াইয়ে বাজিমাত শ্রেয়স আইয়ারের। এই জয়ের ফলে পাঞ্জাব উঠে এল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.