Advertisement
Advertisement
Rishabh Pant

‘ফিরে এসো রাহুল’, পন্থ ফের ব্যর্থ হতেই ‘আর্তনাদ’ লখনউ সমর্থকদের

'২৭ কোটি নিয়ে ২৭টা বলও খেলেননি পন্থ', খোঁচা নেটপাড়ার।

IPL 2025: Netizen slams LSG captain Rishabh Pant after failing against MI
Published by: Arpan Das
  • Posted:April 4, 2025 9:21 pm
  • Updated:April 4, 2025 9:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ব্যর্থ ঋষভ পন্থ। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লখনউ অধিনায়ক ফিরলেন মাত্র ২ রানে। আইপিএলের চার ম্যাচে পন্থের রান যথাক্রমে ০, ১৫, ২, ২। আর তারপরই নেটদুনিয়ায় চরম কটাক্ষ শুরু ২৭ কোটির পন্থকে নিয়ে। তুলনা টানা শুরু হল কেএল রাহুলের সঙ্গে।

গতবছর লখনউয়ের অধিনায়ক ছিলেন কেএল রাহুল। কিন্তু মরশুমের শেষ দিকে মাঠেই মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে তাঁর বাদানুবাদ ভাইরাল হয়ে যায়। পরে লখনউ মেন্টর জানান, রাহুলের স্ট্রাইক রেট ভালো নয়। সব মিলিয়ে লখনউ অধ্যায় শেষ হয় তাঁর। মেগা নিলামে তিনি চলে যান দিল্লি ক্যাপিটালসে। অন্যদিকে রেকর্ড ২৭ কোটি টাকায় লখনউয়ে আসেন পন্থ। সেই দলের অধিনায়কও তিনি।

Advertisement

মুম্বইয়ের বিরুদ্ধে তিনি ফিরলেন ৬ বলে ২ রান করে। হার্দিক পাণ্ডিয়ার বলে কোরবিন বশের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তারপর নেটদুনিয়ায় শুরু মিমের বন্যা। যেখানে লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কার প্রসঙ্গও এসেছে। সমর্থকদের বক্তব্য, ‘২৭ কোটি টাকা জলে গেল’। আবার বলা হচ্ছে, ‘২৭ কোটি নিয়ে ২৭টা বলও খেলেননি পন্থ’। অনেকে বলছেন, ‘পন্থ ওভাররেটেড’।

তুলনা টানা হচ্ছে কেএল রাহুলের সঙ্গে। বলা হচ্ছে, ‘এর চেয়ে রাহুল অনেক ভালো ছিল’। কিংবা ‘রাহুলের ১০ শতাংশও নয় পন্থ’। আবার অনেকে পন্থের ফর্ম নিয়েও চিন্তিত। নেটিজেনদের অনেকে তুলে ধরছেন পন্থ যখন ফিরে যাচ্ছেন, তখন গোয়েঙ্কার মুখে স্মিতহাস্যের ছবি। সব মিলিয়ে চাপ বাড়ছে লখনউ অধিনায়কের উপর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement