Advertisement
Advertisement

Breaking News

MS Dhoni

ধোনি কেন নয় নম্বরে? সিএসকে’র সিদ্ধান্তে অখুশি নেটিজেনরা, প্রশ্ন তুলছেন প্রাক্তনীরাও

সিএসকে'র জার্সিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন ধোনির নামে।

IPL 2025: Netizen questions why MS Dhoni came out to bat at no 9 for CSK against RCB

ছবি: বিসিসিআই

Published by: Arpan Das
  • Posted:March 29, 2025 9:06 am
  • Updated:March 29, 2025 1:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয়ের জন্য দরকার ছিল ১৯৭ রান। আর সেখানে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) মাঠে নামলেন নয় নম্বরে। সেটাও আবার রবিচন্দ্রন অশ্বিনের পর। ম্যাচ তখন কার্যত চেন্নাইয়ের হাতের বাইরে চলে গিয়েছে। কিন্তু কেন এত নীচে নামলেন ধোনি? প্রশ্ন তুলছেন নেটিজেনরা। সিএসকে ম্যানেজমেন্টের সিদ্ধান্তে অখুশি প্রাক্তন ক্রিকেটাররাও।

উইকেট কিপিংয়ে এখনও যে তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, সেটা এই ম্যাচেও প্রমাণ করেছেন ধোনি। বিদ্যুৎ গতিতে ফিল সল্টকে স্টাম্প করেন। কিন্তু ব্যাট করতে নামলেন নয় নম্বরে। চেন্নাইয়ের (CSK) রান তখন ৭ উইকেট হারিয়ে ৯৯। অর্থাৎ জয়ের জন্য তখনও প্রায় ১০০ রান দরকার। রবিচন্দ্রন অশ্বিন যখন ক্যাচ আউট হয়ে ফিরে যাচ্ছেন, তখন চিপকের স্টেডিয়ামে গর্জন। কারণ ‘থালা’ নামছেন। শেষ পর্যন্ত ১৬ বলে ৩০ রান করলেও সেটা একেবারেই যথেষ্ট ছিল না। অবশ্য এই রানের সাহায্যে সুরেশ রায়নাকে টপকে আইপিএলে (IPL 2025) চেন্নাইয়ের সর্বোচ্চ রান হয়ে গেল ধোনির। 

Advertisement

এমনিতে চেন্নাইয়ের ব্যাটিং তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। কিন্তু যিনি ‘আনহোনি কো হোনি’ করে দিতে পারেন, তিনি কি আরও আগে নামতে পারতেন না? প্রশ্ন তুলছেন নেটিজেনরা। এটা কি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত? নাকি ধোনি নিজেই আর ‘ফিনিশারে’র দায়িত্ব নিতে চাইছেন না? কয়েকটা ছক্কায় যে ম্যাচ ঘুরিয়ে দেওয়া যায় না, সেটা এবার চেন্নাই ম্যানেজমেন্টকে ভেবে দেখার পরামর্শ দিচ্ছেন অনেকে।

একই বক্তব্য প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার। তিনি বলছেন, “ধোনি যেভাবে ছয় হাঁকাচ্ছিল, তাতে যে কেউ আশা করবে ও আগে নামুক। কিন্তু ধোনির আগে কেন অশ্বিন নামল, সেটা মাথায় ঢুকছে না?” অন্যদিকে আরেক প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি সিএসকে ম্যানেজমেন্টকে তুলোধোনা করে বলেন, “আপনারা কি আদৌ জেতার জন্য খেলছেন? তাহলে ধোনিকে কেন আগে নামানো হচ্ছে না।” তবে বীরেন্দ্র শেহওয়াগের বক্তব্য আরসিবি যেভাবে ম্যাচের রাশ হাতে নিয়েছিল, তাতে ধোনি আগে নামলেও কোনও পার্থক্য হত না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub