সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর ভূস্বর্গ। কাশ্মীরের ‘মিনি সুইজারল্যান্ড’ পহেলগাঁওর বৈসারন ভ্যালি রিসর্টে ভয়ঙ্কর জঙ্গি হামলায় মৃত অন্তত ২৬ বলে অনুমান। ধর্মীয় পরিচয় দেখে রীতিমতো ‘টার্গেট কিলিং’ চালায় তারা। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও অনেকে। কিন্তু এত বড় ঘটনার পরিপ্রেক্ষিতে বিসিসিআই বা আইপিএল থেকে কোনও বার্তা দেয়নি। তাতেই ক্ষোভে ফুঁসছেন দেশের ক্রিকেটভক্তরা।
পহেলগাঁওর ঘটনা ঘটেছে দুপুরে। আইপিএলের ম্যাচ শুরু হয় সন্ধে সাড়ে সাতটায়। ততক্ষণে ঘটনার বীভৎসতা দেশবাসীকে চমকে দিয়েছে। অথচ গোটা ঘটনায় ‘কার্যত’ নীরব আইপিএল। যথাসময়ে ম্যাচ শুরু হয়েছে। কোনও শোকপ্রকাশ করা হয়নি। এমনকী পহেলগাঁওর বিষয়টি নিয়ে কোনও প্রসঙ্গও তোলা হয়নি। সেই দিকে ইঙ্গিত করে আইপিএল ও বিসিসিআইকে ধিক্কার জানাচ্ছে ক্রিকেট ভক্তরা। অনেকের মতে, দেশের এই কঠিন সময়ে আইপিএল বন্ধ রাখা উচিত।
অনেকের বক্তব্য দেশের বাইরের কোনও ঘটনা নিয়ে অনেকেই সোচ্চার হন। কিন্তু যখন দেশের মাটিতে এত বড় জঙ্গিহানা হল, তখন তারা নীরব কেন? অনেকে আরও আক্রমণাত্মক স্বরে বলছেন, ‘টাকা ছাড়া এরা কিছুই বোঝে না’। এও বলা হচ্ছে, ‘দেশের সবাই যেখানে শোকাহত, তখন আইপিএল যেন সব কিছুর ঊর্ধ্বে। প্রয়াতদের সম্মান জানাতে অন্তত তিনদিন আইপিএল বন্ধ থাকুক।’ শুধু আইপিএল নয়, বিসিসিআইয়ের কাছে অনেকের আবেদন, ‘পাকিস্তানের বিরুদ্ধে সমস্ত রকম ক্রিকেট ম্যাচ বন্ধ করা হোক। সেটা যে কোনও টুর্নামেন্টেই হোক।’ তবে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে দল পাঠায়নি, সেটারও অনেকে প্রশংসা করছেন।
#pahalgam terrorist attack: In the aftermath of terrorist attacking innocent tourists in Pahalgam, plunging the nation into despair and mourning, the bru ha ha of IPL seems out of place. As a mark of respect to those killed, all matches be suspended for 3days pic.twitter.com/INCej9pI5u
— Sanjeev Verma (@San12vermaVerma) April 22, 2025
Dear @BCCI, & broadcasters, stop cashing on Indo-Pak matches in multinational tournaments by rigged scheduling league matches.
After the attack in Pahalgam, it’s clear cricket with Pakistan should be boycotted until there is peace. People’s lives matter more than profits.
— ` (@worshipVK) April 22, 2025
@BCCI @IPL Requesting you to suspend matches for a period as a mark of respect for the innocent lives lost at Pahalgam
— Sanjay Dey (@sanjaydey2001) April 23, 2025
One of the deadliest attack has happened in the country, the whole nation is mourning and jay shah is busy hosting an IPL match.
— Jitesh (@Chaotic_mind99) April 22, 2025
আইপিএলের দলগুলির মধ্যে একমাত্র দিল্লি ক্যাপিটালসই শোকপ্রকাশ করেছে। কেন অন্যদলগুলি এখনও নীরব, সেই নিয়ে সমালোচনা চলছে। ক্রিকেটারদের মধ্যে শুভমান গিল, কেএল রাহুল, সুরেশ রায়না, যুবরাজ সিং, সৌরভ গঙ্গোপাধ্যায়, গৌতম গম্ভীররা পহেলগাঁওর জঙ্গি আক্রমণের ঘটনায় সোচ্চার হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.