সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের সঙ্গে একপ্রকার টক্কর দেওয়ার উদ্দেশ্যে একই সময়ে আয়োজন করা হয়েছে পিএসএল। কিন্তু গুণমান, অর্থ, জৌলুস, সব দিক থেকেই কয়েকশো যোজন এগিয়ে আইপিএল। ফলে ভারতের লিগে ডাক পেতেই পিএসএল-কে ‘বুড়ো আঙুল’ দেখালেন কোরবিন বশ। যে কারণে দক্ষিণ আফ্রিকার বোলারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
মুম্বই ইন্ডিয়ান্স বদলি হিসেবে যোগ দিচ্ছেন বশ। লিজাড উইলিয়ামস চোট পাওয়ায় তাঁকে ডেকে নিয়েছে মুম্বই। এদিকে দক্ষিণ আফ্রিকার বোলার আবার পেশোয়ার জালমির সদস্য। চলতি বছরেই বশকে কিনেছে তারা। ১১ এপ্রিল থেকে শুরু পিএসএল। কিন্তু তার আগে মুম্বই ডাক দিতেই প্রস্তাবে রাজি হয়ে গেলেন বশ।
আর তাতেই খাপ্পা পাক বোর্ড। আইনি নোটিশ পাঠিয়ে বশের কাছে তাদের প্রশ্ন, কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন? কারণ, আচমকা নাম তুলে নেওয়া রীতিমতো অপেশাদার কাজ। নির্দিষ্ট সময়ের মধ্যে বশের কাছে জবাবদিহি চেয়েছে পিসিবি। তবে ওয়াকিবহাল মহলের ধারণা, বশের পথ ধরে আরও অনেকেই পিএসএল ছেড়ে আইপিএলে চলে যেতে পারে। সেই জন্যই তড়িঘড়ি কড়া পদক্ষেপ নিতে চাইছে পাক বোর্ড।
গত বছরের নভেম্বরে দুদিন ধরে আইপিএলের মহা নিলাম ছিল। জানুয়ারিতে বসে পিএসএলের ড্রাফট। মূলত যাঁরা আইপিএলে দল পাননি, তাঁদেরকেই তুলে নেয় পাকিস্তানের দলগুলি। এবার চোট-আঘাতের সমস্যায় বদলিতে ডাক পড়েছে আইপিএলে অবিক্রিত প্লেয়ারদের। সেখানেই মহা সমস্যায় পাকিস্তান। তবে এই ধরনের আইনি পদক্ষেপের ফলে যে প্লেয়াররা আরও মুখ ফিরিয়ে নেবেন, সেটাও মনে করছেন অনেকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.