মাহিরাট জুটি। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাহিরাট- এই নামেই একসময় তাঁদের ডাকতেন ভক্তরা। ক্রিজে একে-উপরের ভরসা করে দৌড়তেন ধোনি (MS Dhoni) ও বিরাট (Virat Kohli)। ২০২২ সালে যখন কোহলি টেস্ট নেতৃত্ব থেকে সরে দাঁড়ান, তখন ধোনিকে সেই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তিনি। সেদিন কী কথা হয়েছিল দুজনের মধ্যে?
ধোনি অবশ্য সেই কথা ফাঁস করলেন না। সম্প্রচারকারী চ্যানেলের ভিডিওয় তাঁর স্পষ্ট বক্তব্য, এই ভরসার জায়গাটা তিনি বজায় রাখতে চান। ধোনি বলেন, “আমি দুজনের সম্পর্ক নিয়ে কথা বলতে পারি। কিন্তু কী কথা হয়েছে বলব না। বিষয়টা চাপাই থাক। অনেক ক্রিকেটারই এভাবে আমার কাছে আসে। তাঁদের মনের কথা বলে।”
ধোনি (MS Dhoni) আরও বলেন, “ওরা যখন কথা বলে, তখন একটা বিষয় বোঝা যায়। তোমরা যা খুশি বলতে পারো। কখনই সেসব কথা প্রকাশ্যে আসবে না। কোনও তৃতীয় ব্যক্তি এসব কথা জানতে পারবে না। এই বিশ্বাসটা খুব দরকার। বিশেষ করে তাঁদের জন্য, যাঁদের সঙ্গে আপনি কখনও খেলেননি। কিংবা হয়তো তাঁদের সঙ্গে কোনও দিন খেলবেনও না। কিন্তু তাঁরা যদি কখন ক্রিকেট নিয়ে বা জীবন নিয়ে কোনও সাহায্য চায়, সে কথা কখনই প্রকাশ্যে আসবে না।”
২০২২-এ কোহলিকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তারপর তিনি নিজে থেকেই সরে দাঁড়ান টেস্ট নেতৃত্ব থেকে। পরে কোহলি (Virat Kohli) বলেছিলেন যে, তাঁর এই সিদ্ধান্তের কথা পরিবার, ছোটবেলার কোচ আর ধোনি জানতেন। সেই কথাটা অবশ্য মাহি প্রকাশ্যে আনলেন না। তবে দুজনের মধ্যে আগে কী কথা হত সেটা জানিয়েছেন তিনি। ধোনির মতে, “আমরা ঠিক সিনিয়র-জুনিয়র নই। তার মাঝে কোথাও একটা দাঁড়িয়ে আমাদের সম্পর্ক। আমাদের বন্ধুত্ব খুবই মজবুত। আমরা তো এখন আর অধিনায়ক নই। ফলে টসের আগে অনেকক্ষণ গল্প করার সুযোগ পাওয়া যায়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.