সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের দামামা বেজে গিয়েছে। ২২ মার্চ থেকে শুরু কোটি টাকার লিগ। প্রথম ম্যাচে মুখোমুখি কেকেআর ও আরসিবি। তার আগে বেঙ্গালুরুর শিবিরে যোগ দিলেন কোহলি। পরের দিনই মাঠে নামবে চেন্নাই। অনুশীলনে পেল্লায় ছক্কা হাঁকিয়ে ধোনি জানিয়ে দিলেন তিনিও তৈরি।
আইপিএলে সিএসকে-র প্রথম ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ট্রফিজয়ের নিরিখে সফল দুটি দল। স্বাভাবিক ভাবেই উত্তেজনার পারদ চড়ছে এই ম্যাচ ঘিরে। প্রস্তুতিও তুঙ্গে। আর চেন্নাই অনুশীলনে ছয় হাঁকিয়ে ধোনি জানিয়ে দিলেন তিনি তৈরি। ব্যাটে-বলে সংযোগের শব্দে চমকে উঠছেন ভক্তরা। কে বলবে তাঁর বয়স ৪৩? এখনও ঝড় তোলার জন্য তৈরি মাহি। ছক্কা হাঁকানোর সময় ব্যাট থেকে যে শব্দ বেরোচ্ছে, তা যেন ‘ট্রেলার’ মাত্র। বাকি ‘সিনেমা’ দেখাবেন ম্যাচেই।
The Sound of the Bat on Ball !
#MSDhoni #WhistlePodu #CSK #IPL2025
via @ChennaiIPL pic.twitter.com/0QEN7Mtw2T
— Saravanan Hari
(@CricSuperFan) March 14, 2025
অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অনুশীলনে যোগ দিলেন বিরাট কোহলি। তিনি এখন অধিনায়ক নন, নেতৃত্বে রজত পাতিদার। কিন্তু আরসিবি-র হৃদপিণ্ড যে ‘কিং’ কোহলিই। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরিও হাঁকিয়েছেন। অধরা আইপিএল জিততে তাঁর দিকেই তাকিয়ে ভক্তরা। আরসিবি থেকে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে কোহলির দলে যোগ দেওয়ার খবর জানিয়ে দেওয়া হয়েছে। আর তিনি এন্ট্রি নিলেন ‘ডন’ সিনেমার সংলাপের সঙ্গে। বেঙ্গালুরুকেও কি তিনি ট্রফির দৌড়ে এগিয়ে দিতে পারবেন? সেটা তো সময়ই বলবে। ২৮ মার্চ চেন্নাইয়ের মুখোমুখি আরসিবি।
The King is here and like always, he’s 2 steps (sometimes a LOT more) ahead of everyone.
D̶o̶n̶ Virat ko pakadna mushkil hi nahi… you know the rest
pic.twitter.com/sBxCa3qQco
— Royal Challengers Bengaluru (@RCBTweets) March 15, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.