Advertisement
Advertisement

Breaking News

IPL 2025 Mega Auction

প্রাক্তন অধিনায়কের জন্য ঝাঁপালই না RCB, কোহলিই কি ক্যাপ্টেন? টিম ডিরেক্টর বললেন…

প্রথম দিনের নিলামের পর কী প্রতিক্রিয়া বিরাটের?

IPL 2025 Mega Auction: Virat Kohli texted us IPL auction feedback: Team Director

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:November 25, 2024 7:52 pm
  • Updated:November 25, 2024 8:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিলামের (IPL 2025 Mega Auction) দুদিনে আসন্ন আইপিএল নিয়ে সমস্ত ফ্র্যাঞ্চাইজি দল তো গুছিয়ে নিলই, সেই সঙ্গে কার্যত চূড়ান্ত করে ফেলল নিজেদের অধিনায়কও। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ছবিটা খানিকটা আলাদা। আইপিএলের শেষবেলাতেও দলের ক্যাপ্টেন ঠিক করতে পারল না দল। প্রাক্তন অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিসের জন্য ঝাঁপালই না আরসিবি। ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি আবারও নেতা হতে চলেছেন বিরাট কোহলি?

ঋষভ পন্থ, কেএল রাহুল, শ্রেয়স আইয়ারদের মতো মার্কি তারকাদের নেওয়ার চেষ্টা করেনি আরসিবি। এমনকী, জেড্ডায় নিলামের দ্বিতীয় দিন ফ্যাফকে ফেরাতে আরটিএমও ব্যবহার করতে দেখা গেল না কোহলির দলকে। ২ কোটির বিনিময়ে ফ্যাফকে পেল দিল্লি ক্যাপিটালস। ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, ক্রুণাল পাণ্ডিয়া, ফিল সল্টদের মতো তারকাদের কিনে ব্যাটিং ও বোলিং বিভাগ সাজালেও ক্যাপ্টেনের আসনে কে বসবেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটল না। আরসিবির ডিরেক্টর অফ ক্রিকেট মো ববাট জানান, তাঁরা এখনও কোনও নাম চূড়ান্ত করতে পারেননি। তবে পার্থ টেস্টের মাঝেও দলগঠন নিয়ে কোহলির সঙ্গেও কথা হয়েছে তাঁদের।

Advertisement

সোমবার নিলামের সম্প্রচারকারী চ্যানেলে ববাট জানান, “প্রথম দিনের নিলামের পর বিরাট আমাদের বেশ কিছু টেক্সট করেছে। ওর প্রতিক্রিয়া জানিয়েছে। ক্রিকেটারদের নিয়ে ওর মতামত দিয়েছে। ও সবসময়ই এই আলোচনায় অংশ নিয়ে থাকে। তবে এখনও অবদি আলোচনায় কোনও ক্যাপ্টেন চূড়ান্ত হয়নি। অকশন শেষ হলে সিদ্ধান্ত নেওয়া হবে।”

উদ্বোধনের পর থেকে কেটে গিয়েছে ১৭টা বছর। এখনও ক্রোড়পতি লিগের ট্রফি অধরা আরসিবির। ২০১৩ সালে দলের নেতৃত্বের দায়িত্ব নিলেও ২০২১-এ টানা ব্যর্থতার জেরে আচমকাই অধিনায়কত্ব ছাড়েন। ঘটনাচক্রে তার পরের তিন বছরেও আরসিবির পারফরম্যান্সে বিশেষ উন্নতি হয়নি। ম্যানেজমেন্ট মনে করছে, ২০২১ সালের আগে বিরাটের উপর অনেক রকমের চাপ ছিল। তখন ভারতের জাতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি। নিয়মিত খেলতেন তিন ফরম্যাটে। কিন্তু এখন কোনও ফরম্যাটেই আর ভারতের অধিনায়ক নন বিরাট। টি-টোয়েন্টিতে আর খেলেন না। তাই নতুন করে আরসিবির অধিনায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হলে তিনি রাজি হলেও হয়ে যেতে পারেন। এবার দেখার কোন পথে এগোয় আরসিবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement