Advertisement
Advertisement

Breaking News

IPL 2025

‘জ্ঞান দেওয়ার আগে নিজেদের পরিসংখ্যান দেখুন’, কাকে তোপ লখনউ পেসারের?

বেগুনি টুপির দৌড়ে দ্বিতীয় স্থানে আছেন তারকা পেসার।

IPL 2025: LSG pacer Shardul Thakur said commentators should look at their own stats
Published by: Arpan Das
  • Posted:April 13, 2025 3:19 pm
  • Updated:April 13, 2025 9:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহা নিলামে দল পাননি। শেষবেলায় ডাক পেয়েছেন লখনউ সুপার জায়ান্টসে। আর এখন তাঁর নামের পাশে ১১টি উইকেট। শার্দূল ঠাকুর বেগুনি টুপির দৌড়ে আছেন দ্বিতীয় স্থানে। আর লখনউকে ম্যাচ জিতিয়ে ক্ষোভ উগড়ে দিলেন ধারাভাষ্যকারদের উপর। তাঁর সাফ বক্তব্য, সমালোচনার আগে নিজেদের পরিসংখ্যান দেখুন।

শনিবার প্রথমে ব্যাট করে ঝড়ের বেগে শুরু করেছিল গুজরাট টাইটান্স। সেখান থেকে লখনউকে ম্যাচে ফিরিয়ে আনে শার্দূল ঠাকুরদের আঁটসাঁট বোলিং। এক সময় হ্যাটট্রিকও করতে পারতেন শার্দূল। সেটা অবশ্য হয়নি। শেষ পর্যন্ত ৩৪ রান দিয়ে ২ উইকেট পান। তবে শুভমান গিলদের মাত্র ১৮০ রানে বেঁধে ফেলে লখনউ। পন্থরা ম্যাচও জেতে ৬ উইকেটে।

Advertisement

আর ম্যাচের পর শার্দূল বলেন, “ধারাভাষ্যের সময় অনেকে অযথা সমালোচনা করেন। বোলারদের সব সময় প্রশ্নের মুখে ফেলেন। কিন্তু এখন ২০০-র বেশি রান অত্যন্ত সাধারণ ঘটনা। সমালোচনারও একটা সীমা থাকা দরকার। ঠান্ডা ঘরে বসে জ্ঞান দেওয়া খুব সহজ। কিন্তু মাঠে নেমে আগে বাস্তবটা বুঝুন। আমি তো বলব, সমালোচনার আগে নিজেদের পরিসংখ্যান দেখুন।”

তবে নির্দিষ্ট করে কাকে বলা হচ্ছে, সেরকম কোনও ইঙ্গিত শার্দূল দেননি। এমনিতে আইপিএলের হিন্দি ধারাভাষ্য নিয়ে সমালোচনার ঝড় চলছে। অন্যদিকে শার্দূলও অবিশ্বাস্য কামব্যাক ঘটিয়েছেন। কীভাবে সেটা সম্ভব? লখনউ পেসার কৃতিত্ব দিচ্ছেন দলের সব বোলারদেরই। তিনি বলছেন, “আমরা শেষ পর্যন্ত মাথা ঠান্ডা রেখেছি। নিজেদের উপর ভরসা ছিল যে ম্যাচ জিততে পারি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement