ছবি: কলকাতা নাইট রাইডার্স সোশাল মিডিয়া
স্টাফ রিপোর্টার: আইপিএল (IPL 2025) শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। তার আগেই ধাক্কা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শিবিরে। চোটের জন্য ছিটকে গেলেন তারকা পেসার উমরান মালিক। যাঁকে ৭৫ লক্ষ টাকা দিয়ে কিনেছিল কেকেআর। অবশ্য সেই সঙ্গে তাঁর বদলিও জানিয়ে দেওয়া হল। দলে এলেন চেতন সাকারিয়া।
কেকেআর সাকারিয়াকে রেখেছিল নেট বোলার হিসেবে। কিন্তু চোটের জন্য উমরান মালিক পুরো আইপিএল থেকেই ছিটকে যেতে তিনি প্রধান স্কোয়াডে চলে এলেন। বর্তমানে উমরান বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন। কেকেআর আশা করেছিল এপ্রিলের মাঝামাঝি সময়ে পুরো ফিট হয়ে যাবেন তিনি। আইপিএল খেলার জন্য এনসিএ থেকে ক্লিয়ারেন্সও পেয়ে যাবেন। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে ওই সময়ের মধ্যে ভারতীয় এই পেসার আদৌ ফিট হতে পারবেন কি না, সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাই কেকেআর টিম ম্যানেজমেন্ট আর ঝুঁকি নিতে চায়নি।
এর আগে হায়দরাবাদে ছিলেন উমরান। ঘণ্টায় ১৫৬ কিলোমিটার গতিতে বল করে চর্চায় এসেছিলেন। তবে চোট সমস্যা বারবার ভুগিয়েছে তাঁকে। জাতীয় দলে সুযোগ পেলেও নিয়মিত হতে পারেননি। গোড়ালিতে চোট পাওয়ায় ঘরোয়া ক্রিকেটেও সেভাবে খেলতে পারেননি। তবু নিলামে নাইট রাইডার্স দলে নেওয়ায় রীতিমতো উত্তেজিত ছিলেন উমরান। কিন্তু এবার বেগুনি জার্সি পরে মাঠে নামা হবে না জম্মু ও কাশ্মীরের বোলারের।
এদিন আইপিএলের তরফ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয় উমরানের পরিবর্ত হিসাবে সাকারিয়াকে নিচ্ছে কেকেআর। যিনি কেকেআর টিমের সঙ্গেই রয়েছেন নেট বোলার হিসাবে। ভারতের হয়ে একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। অন্যদিকে ১৯টি আইপিএল ম্যাচে ২০টি উইকেট রয়েছে সাকারিয়ার নামে। তাঁকেও ৭৫ লক্ষ টাকা দিয়ে দলে নিল নাইট রাইডার্স।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.