ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে (IPL 2025) লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামতে চলেছে দিল্লি ক্যাপিটালস। কিন্তু সেখানে কি খেলবেন উইকেটরক্ষক-ব্যাটার কেএল রাহুল (KL Rahul)? এখনও কোনও সদুত্তর নেই দলের অধিনায়ক অক্ষর প্যাটেলের কাছে।
কী বলেছেন তিনি? ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে অক্ষর বলেছেন, “দলে যোগ দিয়েছে রাহুল। ওর কিছু ব্যক্তিগত সমস্যা আছে। তাই, ওর খেলার ব্যাপারে এখনও কিছু জানি না। রাহুল ফিরলে আমরা তাকে জিজ্ঞাসা করব। ওর শারীরিক ও মানসিকভাবে কেমন আছে, সেটা দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। তখনই জানা যাবে রাহুল খেলবে কিনা। তবে আপাতত কিছু জানি না।” গত মরশুমে রাহুল ছিলেন লখনউ সুপার জায়ান্টসে। অধিনায়কত্বও সামলেছিলেন। কিন্তু দল সেখানে ব্যর্থ হন। একটি ম্যাচে লখনউ মালিকের সঙ্গেও তাঁর ঝামেলে স্মৃতি তো এখনও টাটকা।
অক্ষরের আরও সংযোজন, “২০১৯ সাল থেকে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছি। একজন ক্রিকেটার হিসেবে আমার বেড়ে ওঠার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে এই দল। অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া বড় সম্মান। আমাদের দলে বেশ কয়েকজন রয়েছে, যাদের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। ওদের অভিজ্ঞতা থেকেও শিখছি। কেএল রাহুল এবং ফাফ ডু প্লেসিসের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা পাশে রয়েছেন। যা আশ্বস্ত করে। আমাদের দল যথেষ্ট ভালো। ভালো করার ব্যাপারেও আত্মবিশ্বাসী।”
রাহুলকে এবার ১৪ কোটি টাকায় কিনেছে দিল্লি কর্তৃপক্ষ। জানা গিয়েছে, শীঘ্রই বাবা হতে চলেছেন রাহুল। তাঁর স্ত্রী অভিনেত্রী আথিয়া শেট্টি অন্তঃসত্ত্বা। উল্লেখ্য, আইপিএলে দুই দল মোট পাঁচবার মুখোমুখি হয়েছে। মুখোমুখি সাক্ষাতে দিল্লি জিতেছে ২ বার। লখনউ ৩ বার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.