রাজর্ষি গঙ্গোপাধ্যায়: আগামী বৃহস্পতিবার কেমন হচ্ছে ইডেনের পিচ? কেকেআরের দাবি মেনে বল কি ঘুরবে? নাকি চিরাচরিত পেস-বাউন্সের পিচই দেখা যেতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচেও?
উত্তর, প্রথমটা। সানরাইজার্স ম্যাচে বল ঘুরবে ইডেন পিচে। স্কোয়্যার টার্ন করবে না। র্যাঙ্ক টার্নারও হচ্ছে না। কিন্তু আরসিবি ম্যাচে ইডেন পিচে যে টার্ন দেখেছিল কলকাতাবাসী তার চেয়ে বল অনেক বেশি ঘুরতে দেখা যাবে।
ইডেনে সানরাইজার্স-কেকেআর ম্যাচের বাকি আর ৪৮ ঘণ্টা। মঙ্গলবার পিঠোপিঠি সময়ে একদিকে যেমন ওয়াংখেড়েতে চূর্ণবিচূর্ণ কেকেআর শহরে ঢুকে পড়ল, প্রায় তখনই সানরাইজার্স হায়দরাবাদ ইডেনে প্র্যাক্টিস করতে নেমে পড়ল। টিমের তিন প্রখ্যাত বিদেশি ট্র্যাভিস হেড, প্যাট কামিন্স, হেনরিখ ক্লাসেন এদিন প্র্যাক্টিসে আসেননি। কিন্তু মহম্মদ শামি, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডির মতো ভারতীয় তারকাদের মাঠে ট্রেনিং করতে দেখা গেল। শামি পূর্ণগতিতে বোলিং করে গেলেন একটানা। ঈশান কিষান নেটে বিস্ফোরক ব্যাটিংয়ে ট্রেলার দেখিয়ে রাখলেন যে আগামী বৃহস্পতিবার তিনি কী করতে পারেন ইডেনে। কিন্তু এঁরা কেউ নন। ইডেনে এদিন কেন্দ্রীয় চরিত্র ছিলেন একজনই, কিউরেটর সুজন মুখোপাধ্যায়।
এদিন মাঠে ঢুকেই পিচ দেখতে চলেছেন এসআরএইচ সাপোর্ট স্টাফ মুথাইয়া মুরলীধরন। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হন ড্যানিয়েল ভেত্তোরিও। সিএবি-ও যে পিচ বিতর্ক নিয়ে উদ্বিগ্ন, তা কর্তাদের আচার আচরণে পরিষ্কার। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও ইডেনে ঢোকার পর পরই পিচ দেখতে চলে যান। ওয়াকিবহাল মহলের খবর ধরলে, ইডেন পিচে জল দেওয়া কমিয়ে দেওয়া হয়েছে। যার অর্থ হল, বল টার্ন করানোর যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে। পিচটাকে দেখেও বিস্ময়কর লাগল, সাধারণত ইডেন পিচে ঘাস থাকে। দুটো পিচ পাশাপাশি তৈরি করে রাখা রয়েছে দেখা গেল। একটা সামান্য ঘাস রয়েছে। আর একটা ফ্যটাফ্যাটে সাদা। এবং দুটোই শুকনো। শোনা গেল, ৩ ও ৮ এপ্রিলে দুটো ম্যাচের জন্য এই দুটো পিচ। এবং দুটোতেই বল ঘুরবে। কিন্তু অনেকেই ভয় পাচ্ছেন, তাতে কেকেআরের না হিতে বিপরীত হয়ে যায়। কেউ কেউ বলছিলেন, ইডেনে আরসিবি ম্যাচে ক্রুণাল পাণ্ডিয়ার স্পিন খেলতে পারেনি কেকেআর। সুয়াশ শর্মাকে সামলাতে পারেননি আন্দ্রে রাসেল। ওয়াংখেড়েতে মিচেল স্যান্টনারকে সামলানো সম্ভব হয়নি। সেখানে ঘূর্ণিতে অ্যাডাম জাম্পাকে সামলানো যাবে তো? এসআরএইচ জার্সি পরে নামবেন তিনি। রাহুল চাহারও কিন্তু আছেন। আর সেই টার্নারে যদি ভরাডুবি ঘটে, তাহলে নতুন কোন অজুহাত দেবে কেকেআর, সেটা সোনালি বেগুনি আগাম ভেবে রাখুক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.