Advertisement
Advertisement

Breaking News

KKR

যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন! আইপিএলের মাঝেই বাড়ি তৈরির ‘পুরনো চাকরি’তে ফিরলেন বরুণ

চলতি আইপিএলে ৪ ম্যাচে ৬ উইকেট তুলে কেকেআরের সর্বোচ্চ উইকেট শিকারী বরুণ।

IPL 2025: KKR spinner Varun Chakravarthy returns to his role as an architect in Chennai

ছবি: বরুণ চক্রবর্তীর ইনস্টাগ্রাম

Published by: Arpan Das
  • Posted:April 6, 2025 2:23 pm
  • Updated:April 6, 2025 2:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। থুড়ি, যিনি স্পিন অস্ত্রে বিপক্ষ ব্যাটারদের ভয় দেখান, তিনিই আবার স্থাপত্যকর্মে নিপুণ। কথা হচ্ছে কেকেআরের বরুণ চক্রবর্তীকে নিয়ে। ভরা আইপিএলের মাঝেই হঠাৎ ‘অন্য মাঠে’ নেমে পড়লেন তিনি। আর সেটা এক ক্লায়েন্টের নির্মাণ কাজ দেখতে।

উত্থান-পতনে ভরা বরুণ চক্রবর্তীর জীবন। ক্রিকেটের বাইশ গজে পুরোপুরি আসার আগে দু’বছর পেশাদারভাবে স্থাপত্যকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। তারপর আইপিএলের ময়দান থেকে তাঁর নাটকীয় উত্থান শুরু। আর ভরা আইপিএলের মাঝেই ফিরে গেলেন চেন্নাইয়ে বাড়ি তৈরির সেই ‘পুরনো চাকরি’তে। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ারও করলেন তিনি।

Advertisement

সেখানে বরুণ লিখেছেন, ‘আর্টিটেক্ট উপস্থিত। সেই পুরনো কাজে ফিরলাম। এক ক্লায়েন্টের কাজ তাড়াতাড়ি দেখে গেলাম।’ সেই ছবিতে ইঞ্জিনিয়ারদের মতো সাদা টুপি পরা বরুণের। অবশ্য ক্রিকেটই আপাতত ধ্যানজ্ঞান নাইট স্পিনের। চলতি আইপিএলে ৪ ম্যাচে ৬ উইকেট তুলে কেকেআরের সর্বোচ্চ উইকেট শিকারী। নাইটদের পরের ম্যাচ মঙ্গলবার, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে।

কয়েক বছর আগে কেকেআরের একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “একটা সম্পূর্ণ অন্য জগতে ছিলাম। তখন ক্রিকেটও দেখতাম না। কিন্তু ভালোবাসাটা কখনও হারাইনি। নির্মাণ কাজ মানে লাইন আর কোণের হিসেব রাখা। বোলিংও তো তাই। ফলে আমি দুটোর মধ্যে যোগসূত্র তৈরি করতে পারি।” সেটা করে দেখিয়েছেন বরুণ। আইপিএলে সাফল্যের পর জাতীয় দলের দরজা খুলে যায়। ৯ উইকেট নিয়ে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে সাহায্যও করেন তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Varun Chakaravarthy (@chakaravarthyvarun)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement