সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময় ব্যাটে-বলে ক্রিকেট মাঠ মাতিয়ে রাখতেন। তার সঙ্গে নাচে-গানেও ‘চ্যাম্পিয়ন’ ডোয়েন ব্র্যাভো। এখন তিনি কেকেআরের মেন্টর। যে দলের মালিক কিনা বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। আর আইপিএল শুরুর আগে ব্র্যাভো জানিয়ে রাখলেন, কিং খান প্রতিশ্রুতি দিয়েছেন যে বলিউডি এন্ট্রি এবার পাক্কা!
আর কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হতেই চলেছে আইপিএলের মহাযজ্ঞ। যেখানে মুখোমুখি নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবাসরীয় ইডেনে উপস্থিত থাকবেন ‘মালিক’ শাহরুখও। তাঁর সামনে নতুন পরীক্ষা ‘মেন্টর’ ব্র্যাভোর। তবে আগে অবশ্য একটি শখ পূরণ হয়ে গেল তাঁর। সিনেমায় নামার ইচ্ছা এর আগে বহুবার প্রকাশ করেছেন তিনি। এবার জানালেন, খোদ শাহরুখ কথা দিয়েছেন, সেই স্বপ্ন পূরণ হবে।
একটি সাক্ষাৎকারে ব্র্যাভো বলেন, “আমি এখন অবসর নিয়েছি। ফলে জীবনযাত্রা অনেক শৃঙ্খলাবদ্ধ। আশা করছি, ভবিষ্যতে আমাকে বড় পর্দায় দেখতে পারবেন। শাহরুখ খান আমাকে বলিউডের সিনেমার কথা দিয়েছেন। এখন আমি দলের সঙ্গে আছি। এখন তো রোজই ওর সঙ্গে দেখা হবে।”
তিনবার আইপিএল জিতেছেন ব্র্যাভো। চেন্নাই জার্সিতে তিনি কিংবদন্তি। গোটা বিশ্বজুড়ে অসংখ্য ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন। তার বাইরে রয়েছে গান ও নাচ। এই তো কদিন আগে নাইটদের অনুষ্ঠানে গাইলেন তাঁর বিখ্যাত গান, ‘চ্যাম্পিয়ন’। ব্র্যাভো বলছেন, “সঙ্গীতের কোনও সীমানা নেই। ডিজে ব্র্যাভোর গান শুনলে মানুষ অনুপ্রাণিত হয়, আনন্দে নেচে ওঠে। সেই শক্তি নিয়েই আমি বাঁচি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.