Advertisement
Advertisement
Jasprit Bumrah

বোলিং শুরু বুমরাহর, বড়সড় স্বস্তি মুম্বই শিবিরে, কবে ফিরবেন তারকা পেসার?

চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি বুমরাহ।

IPL 2025: Jasprit Bumrah starts bowling in NCA, big relief for Mumbai camp, when will the star pacer return?

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:March 30, 2025 8:09 pm
  • Updated:March 30, 2025 8:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে তিনি চোটের কবল থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। চোটই তাঁকে চলতি আইপিএলে এখনও মাঠে নামতে দেয়নি। তাঁর অভাব যেন হাড়ে হাড়ে টের পাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। জশপ্রীত বুমরাহ এমন একজন বোলার, যিনি ম্যাচের রং একার হাতেই বদল করে দিতে পারেন। এখন কতটা ম্যাচ ফিট ভারতীয় তারকা পেসার?

জানা গিয়েছে, তিনি এনসিএ’তে ফিটনেস পরীক্ষা দিয়েছেন। সেখানে বুমরাহকে স্বাভাবিক রানআপে বোলিং করতে দেখা গিয়েছে। আপাতত তাঁকে দেখে ফিটই মনে করা হচ্ছে। কখনই অস্বস্তিতে পড়তে দেখা যায়নি। তিনি এনসিএ থেকে ছাড়পত্র পেয়ে গেলে সেটা মুম্বই শিবিরের জন্য সুখকর হবে। কারণ অষ্টাদশ আইপিএলের শুরুতেই পরপর দু’টি ম্যাচ হেরে বিপর্যস্ত মুম্বই ইন্ডিয়ান্স। বুমরাহ ফিরলে তাদের পেস অ্যাটাক ধারালো হয়ে উঠবে।

Advertisement

কেকেআরের বিরুদ্ধে ঘরের মাঠে আগামিকাল মাঠে নামবে হার্দিক ব্রিগেড। এরপর ৪ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাদের খেলা। ৭ এপ্রিল আরসিবির বিরুদ্ধে খেলবেন রোহিতরা। আপাতত যা খবর, তাতে নাইটদের বিরুদ্ধে বুমরাহকে ছাড়াই মাঠে নামতে হবে মুম্বইকে। মুম্বই শিবিরের আশা, আরসিবি’র বিরুদ্ধে ম্যাচের আগেই ফিট হয়ে উঠবেন তিনি।

তবে বিরাটদের বিরুদ্ধেও যদি তিনি খেলতে না পারেন? সেক্ষেত্রে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৩ এপ্রিল বুমরাহের প্রত্যাবর্তনের সম্ভাবনা বেশি। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টে চোট পেয়েছিলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি। এখন দেখার, চোট সারিয়ে কবে ফেরেন ১৩৩ আইপিএল ম্যাচে ১৬৫ উইকেটের মালিক মুম্বইয়ের ‘তুরুপের তাস’। তাঁর প্রত্যাবর্তনের আশায় দিন গুনছেন অনুরাগীরাও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement