Advertisement
Advertisement

Breaking News

IPL 2025

বুমরাহ-রোহিতের প্রত্যাবর্তনে জয়ের আশায় মুম্বই, পালটা ‘চার-ছক্কা’ হাঁকানোর হুমকি আরসিবি’র!

ওয়াংখেড়েতে দেখা যাবে কোহলি বনাম বুমরাহর দ্বৈরথ?

IPL 2025: Jasprit Bumrah and Rohit Sharma can feature for MI and RCB's Tim David sent warning

অনুশীলনে বুমরাহ।

Published by: Arpan Das
  • Posted:April 7, 2025 2:07 pm
  • Updated:April 7, 2025 4:13 pm  

স্টাফ রিপোর্টার: চোট কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন ভারতীয় দলের তারকা পেসার জশপ্রীত বুমরাহ। তাহলে কী ওয়াংখেড়েতে বিরাট কোহলি বনাম বুমরাহর দ্বৈরথ দেখা যাবে? এই প্রশ্নের জবাবে রবিবার মুম্বইয়ের প্রধান কোচ মাহেলা জয়বর্ধনে রবিবার বলেন, “হ্যাঁ, বুমরাহ খেলার জন্য প্রস্তুত। আজ ও ট্রেনিংয়ে নেমেছে।” ভারতীয় ক্রিকেট বোর্ডও বুমরাহকে খেলার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে।

বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলার আগে আরও একটি স্বস্তির খবর মুম্বই শিবিরে। প্রাক্তন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হাঁটুর চোটের জন্য খেলতে পারেননি। তিনি রবিবার নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করেন। আশা করা যাচ্ছে, বেঙ্গালুরুর বিরুদ্ধে তিনি খেলবেন। জয়বর্ধনে বলেছেন, “রোহিতকে দেখে ভালোই লাগল। এদিন নেটে ব্যাট করেছে। আশা করছি, আরসিবি-র বিরুদ্ধে খেলতে পারবে।”

Advertisement

মুম্বইয়ের সাম্প্রতিক ফর্ম মোটেই আশাব্যঞ্জক নয়। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা ইতিমধ্যেই তিনটি ম্যাচ হেরে বসেছে। ২ পয়েন্ট নিয়ে তারা রয়েছে অষ্টম স্থানে। ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে একমাত্র জয় এসেছে মুম্বইয়ের। অন্যদিকে, আরসিবি এবারের আইপিএলে চমৎকার ছন্দে আছে। তারা এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে। জিতেছে দু’টিতে। পয়েন্ট চার। লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে।

ঘরের মাঠ ওয়াংখেড়েতে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অবশ্য ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী জয়বর্ধনে। তিনি জানিয়েছেন যে, মুম্বইয়ের ক্ষমতা আছে যে কোনও দলকে হারানোর। তবে তাদের আরও নির্মম হতে হবে। মুম্বই কোচের বক্তব্য, “খাতায় কলমে হয়তো আমাদের ব্যাটিং বিভাগ ততটা শক্তিশালী নয়। কিন্তু আমাদের ব্যাটারদের অভিজ্ঞতাও কম নেই। সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, তিলক বর্মার মতো ব্যাটার আছে।”

তবে হুঁশিয়ারিও দিয়ে রাখছেন বেঙ্গালুরুর অলরাউন্ডার টিম ডেভিড। তাঁর বক্তব্য, “বুমরাহ অন্যতম সেরা বোলার। আরসিবি’র কাছে সেটা একটা চ্যালেঞ্জ। যদি এই টুর্নামেন্টে আমাদের ভালো ফল করতে হয়, তাহলে সেরা দলগুলোর বিরুদ্ধে আমাদের ভালো খেলতে হবে। সেরা প্লেয়ারদের সামলাতে হবে। ফলে বুমরাহ যদি প্রথম ওভারে বল করতে আসেন, তাহলে আমাদের ওপেনাররা চার বা ছক্কা দিয়েই শুরু করবে। তাতে পরিষ্কার বার্তা দেওয়া যাবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement