ছবি পিন্টু প্রধান
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবাসরীয় সন্ধ্যায় ঢাকে কাঠি পড়ছে আইপিএলে (IPL 2025)। ২০০৮ সালের পর ফের একবার এই কোটিপতি লিগে মুখোমুখি হতে চলেছে কেকেআর এবং আরসিবি। বৃষ্টির ভ্রূকুটি থাকলেও এই ম্যাচ নিয়ে উন্মাদনা চরমে। কলকাতায় বিরাট কোহলির (Virat Kohli) স্টারডম নিয়ে নতুন করে বলার কিছু নেই। সমর্থকদের ভালোবাসার ‘কিং’ ইডেন গার্ডেন্সে কেমন খেলেছেন? কলকাতায় তাঁর রেকর্ডই বা কেমন, একবার ঝালিয়ে নেওয়া যাক।
আইপিএল ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রানের রেকর্ড বিরাটের (২৫২টি আইপিএল ম্যাচে ৮০০৪ রান)। ক্রিকেটের নন্দনকাননে তাঁর রেকর্ড উন্নত করার সুযোগ থাকবে। এখনও পর্যন্ত তিনি ইডেনে খেলেছেন ১৩টি ম্যাচ। ১২ ইনিংসে ৩৭.১০ গড়ে করেছেন ৩৭১। স্ট্রাইক রেট ১৩০.১৭। একটিমাত্র হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর নামে। তবে, সবমিলিয়ে কেকেআরের বিরুদ্ধে তাঁর ব্যাটিং রেকর্ড বেশ ভালো। রয়েছে ৩৪টি ম্যাচে ৯৬২ রান।
অর্থাৎ বিরাট আর ৩৮ রান করলেই তিনি আইপিএলে কেকেআরের বিরুদ্ধে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন। এক্ষেত্রে তৃতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়বেন তিনি। কেকেআরের বিরুদ্ধে হাজার রানের মালিক হলে আইপিএলের ইতিহাসে চারটি দলের বিরুদ্ধে হাজার রান করা প্রথম ক্রিকেটার হিসেবে উঠে আসবেন বিরাট।
গত কয়েক মরশুমে আইপিএলে বিরাটের স্ট্রাইক রেট নিয়ে রীতিমতো চর্চা হয়েছিল। বিরাটের স্ট্রাইক রেটে উন্নতি হবে কিনা, তা সময়ই বলবে। তবে গত মরশুমে দারুণ একটা আইপিএল অভিযান কাটিয়েছিলেন বিরাট। ছিলেন টপ স্কোরার। ৬১.৭৫ গড়ে করেছিলেন ৭৪১ রান। তাঁর চওড়া ব্যাট আরসিবিকে প্লে অফে পৌঁছে দিলেও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এলিমিনেটরের ম্যাচে হেরে ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.