ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৭ বছর কেটে গিয়েছে। এখনও আইপিএল ট্রফি জেতেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অনেকেই তাদের কোটি টাকার লিগে ‘চোকার্স’ নামে ডাকে। কী এমন হল যে, এতদিন ধরেও কেন তারা ট্রফি জিততে পারেনি? আইপিএলে ঢাকে কাঠি পড়ার ঠিক তিন দিন আগে তাদেরই এক প্রাক্তন স্পিনার বাতলে দিলেন কারণ।
আসন্ন আইপিএলে রজত পাতিদারের নেতৃত্বে নতুন করে স্বপ্ন বোনা শুরু করেছে আরসিবি ফ্যানেরা। আশা, এবার তাঁদের ভাগ্য ফিরবে। অধরা ট্রফি তাদের প্রিয় দল জিতবে কিনা, তা সময়ই বলবে। তবে গত প্রায় দেড় যুগ ধরে তারা ট্রফি জেতেনি। আইপিএল শুরুর প্রাক্ মুহূর্তেও এই বিষয়ে তাই একটা খটকা থেকেই যাচ্ছে। যা নিয়ে ময়নাতদন্ত চালাতে বসে রীতিমতো অভিযোগ করে বসলেন আরসিবি’রই প্রাক্তন স্পিনার শাদাব জাকাতি। দলের তারকা সংকৃতি নিয়েও প্রশ্ন তুললেন তিনি।
আরসিবি’র আগে এই স্পিনার খেলেছেন সিএসকে’র হয়ে। সেখানকার পরিবেশ এবং ম্যানেজমেন্টের ভূমিকা আরসিবি’র চেয়ে যে ঢের ভালো ছিল। এমনই বলেছেন শাদাব। সংবাদমাধ্যমকে জাকাতি বলেন, “ক্রিকেট দলগত খেলা। ট্রফি জিততে গেলে সবার আগে সংঘবব্ধ হওয়া দরকার। দু-তিন জন ক্রিকেটারের সাহায্যে ট্রফি জেতা সম্ভব নয়। চেন্নাইয়ে অসাধারণ সব ভারতীয় ক্রিকেটাররা ছিল। সেখানকার বিদেশি খেলোয়াড়দের মানও খুব ভালো। তাই টিম কম্বিনেশন ঠিক করা জরুরি। আরসিবিতে দু-তিন ক্রিকেটারকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়।”
দুই দলের সাজঘরের পরিবেশ সম্পর্কে তাঁর সংযোজন, ”সাজঘরের পরিবেশ কিংবা দল পরিচালনার ক্ষেত্রে বিস্তর ফারাক ছিল দুই দলের মধ্যে। আরসিবি’র ক্রিকেটাররা খুবই ভালো। কিন্তু তাদের মধ্যে কোনও বন্ধুত্ব ছিল না। তাই তারা হয়তো একে অপরের সঙ্গে ভালোভাবে মিশতে পারেনি। অন্যদিকে, সিএসকে’র ম্যানেজমেন্ট খেলোয়াড়দের উপর ভালোভাবে নজর রাখত। ছোট ছোট এই জিনিসগুলিই বড় পার্থক্য তৈরি করে দেয়। সিএসকে এবং আরসিবি’র মধ্যে এটাই ফারাক।”
এহেন শাদাব জাকাতি চেন্নাই সুপার কিংস এবং আরসিবি দুই দলের হয়েই আইপিএল খেলেছেন। আরসিবি’র প্রথম খেলা শনিবার, বিপক্ষে গতবারের চ্যাম্পিয়ন কেকেআর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.