সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL 2025) শুরু হতে না হতেই বিতর্ক। রবিবার রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ চলাকালীন বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগ উঠল প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংয়ের (Harbhajan Singh) বিরুদ্ধে। ধারাভাষ্যের সময় তিনি রাজস্থানের কৃষ্ণাঙ্গ পেসার জোফ্রা আর্চারকে ‘কালো ট্যাক্সি’ বলে উল্লেখ করেন বলে অভিযোগ।
হায়দরাবাদের বিরুদ্ধে ৪ ওভারে ৭৬ রান দেন রাজস্থানের পেসার আর্চার। আইপিএলের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার লজ্জার রেকর্ড গড়লেন ইংরেজ পেসার। তার মধ্যে প্রথম ওভারেই ২৩ রান দেন। তাঁর বোলিংয়ের সময় ধারাভাষ্যের দায়িত্বে থাকা হরভজন মন্তব্য করেন, “লন্ডনে কালো ট্যাক্সির মিটার খুব তাড়াতাড়ি ছোটে। আর এখানে আর্চার সাহেবের মিটারও তাড়াতাড়ি ছুটছে।”
আর এই মন্তব্যের জেরেই নেটিজেনদের রোষানলে হরভজন। কৃষ্ণাঙ্গ আর্চার বল করার সময় ‘কালো ট্যাক্সি’র উল্লেখ বর্ণবিদ্বেষী মন্তব্য বলেই মনে করছেন নেটিজেনরা। সোশাল মিডিয়ায় অনেকে হরভজনকে ধারাভাষ্য থেকে সরিয়ে দেওয়ারও দাবি করছেন। তবে ভাজ্জির তরফ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি।
Racism at Peak
![]()
Harbhajan Singh Calling Archer Kali Taxi pic.twitter.com/ijdEqFgNbX— B I S W A J E E T (@Biswajeet_2277) March 23, 2025
উল্লেখ্য, ক্রিকেট কেরিয়ারেও বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগ উঠেছিল হরভজনের বিরুদ্ধে। এবার ধারাভাষ্যের সময় একই অভিযোগ উঠল। ইতিমধ্যে ধারাভাষ্যকারদের তালিকা থেকে বাদ গিয়েছেন ইরফান পাঠান। তারকা ক্রিকেটারদের নিয়ে ব্যক্তিগত পর্যায়ে আলোচনা করেছেন বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বর্ণবিদ্বেষী অভিযোগের জবাবে হরভজন কী করেন সেটাই এখন দেখার।
Harbhajan Singh has called Jofra Archer a black taxi driver with a high meter value just now in the Hindi commentary. This is vile and disgusting. Please ban him.
— ` (@FourOverthrows) March 23, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.