Advertisement
Advertisement

Breaking News

Shubman Gill

নাইট ম্যাচের আগে অস্বস্তিতে গুজরাট শিবির, বড়সড় জরিমানার মুখে অধিনায়ক গিল

আইপিএলের আচরণবিধির ২.২২ ধারা অনুসারে শাস্তি হয়েছে তাঁর।

IPL 2025: Gujarat Titans captain Shubman Gill faces hefty fine

ছবি পিটিআই

Published by: Prasenjit Dutta
  • Posted:April 20, 2025 1:36 pm
  • Updated:April 20, 2025 1:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে গুজরাট টাইটান্স। যদিও জয়ের আনন্দের মাঝে কিছুটা তিতকুটে স্বাদ। কারণ গুজরাট অধিনায়ক শুভমান গিলের উপর নেমে এসেছে শাস্তির খাঁড়া। তাঁকে জরিমানা করেছে বিসিসিআই। 

Advertisement

স্লো ওভাররেটের কারণে জরিমানা করা হয়েছে শুভমানকে। আইপিএলের আচরণবিধির ২.২২ ধারা অনুসারে শাস্তি হয়েছে তাঁর। চলতি আইপিএলে এমন অপরাধ প্রথমবার করেছেন তিনি। সেই কারণে ১২ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে গিলকে।

আইপিএল এক বিবৃতিতে জানায়, ‘আইপিএলের আচরণবিধির ২.২২ ধারা অনুসারে শাস্তি হয়েছে শুভমান গিলের। মন্থর বোলিংয়ের জন্য এই শাস্তি। তাকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।’ শাস্তি এড়াতে শেষ ওভার স্পিনারকে দিয়েছিলেন গুজরাট অধিনায়ক। তবে শেষরক্ষা হয়নি।

ষষ্ঠ অধিনায়ক হিসেবে চলতি আইপিএলে শাস্তি পেতে হল শুভমানকে। এর আগে অধিনায়ক হিসেবে শাস্তি হয়েছে হার্দিক পাণ্ডিয়া, রিয়ান পরাগ, সঞ্জু স্যামসন, ঋষভ পন্থ এবং অক্ষর প্যাটেলের। উল্লেখ্য, আহমেদাবাদে প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াস গরমে দিল্লির মুখোমুখি হয়েছিল গুজরাট। তার মধ্যেই ব্যাটে আগুন ছুটিয়েছিলেন জস বাটলার (৯৭)। ইংরেজ তারকার ব্যাটে ভর করে দিল্লির ২০৪ রানের লক্ষ্য অনায়াসে পেরিয়ে যায় গুজরাট টাইটান্স। 

গুজরাটের পরের ম্যাচ ইডেনে। ২১ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবেন গিল-বাটলাররা। যদিও ইডেনে নামার আগে অধিনায়কের শাস্তিতে কিছুটা হলেও অস্বস্তিতে গুজরাট শিবির। প্রসঙ্গত, গিলের প্রথম টি-টোয়েন্টি শতরান ছিল ইডেনেই। তিনি আবার কেকেআর প্রাক্তনীও। চাইবেন, শাস্তির ব্যাপারটা দূরে সরিয়ে পুরনো দলের বিরুদ্ধে উজাড় করে দিতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub