Advertisement
Advertisement

Breaking News

Jasprit Bumrah

চোট সারিয়ে ফিরলেন বুমরাহ, ‘সিংহের প্রত্যাবর্তনে’ ছন্দে ফিরবে মুম্বই ইন্ডিয়ান্স?

সোমবার আরসিবি'র বিরুদ্ধে খেলবেন বুমরাহ?

IPL 2025: fit Jasprit Bumrah returns to MI camp ahead of RCB clash

ফাইল ছবি

Published by: Arpan Das
  • Posted:April 6, 2025 11:48 am
  • Updated:April 6, 2025 11:48 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে স্বস্তি মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। সম্পূর্ণ ফিট হয়ে মুম্বই দলে যোগ দিচ্ছেন জশপ্রীত বুমরাহ। বিসিসিআইয়ের থেকে ইতিমধ্যেই ছাড়পত্র পেয়ে গিয়েছেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সও সোশাল মিডিয়ায় বুমরাহর কামব্যাকের খবর জানিয়েছে। যার মূল বক্তব্য, ‘সিংহ জঙ্গলে ফিরে এসেছে’।

বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টে চোট পেয়েছিলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি। তবে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে ধীরে ধীরে ফিট হয়ে ওঠেন তিনি। প্রথমে জানা গিয়েছিল এপ্রিলের একেবারে শুরুতেই ফিরবেন। কিন্তু সেটা পিছিয়ে যায়, কারণ বোর্ড বুমরাহকে নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি হয়। তবে এখন তিনি বোর্ডের ছাড়পত্র পেয়ে গিয়েছেন।

Advertisement

আইপিএলে মুম্বইয়ের পরের ম্যাচ ৭ এপ্রিল, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। সেই ম্যাচে তিনি কি খেলবেন? সেটা এখনও জানানো হয়নি। তবে যেভাবে দ্রুত বুমরাহর প্রত্যাবর্তনের খবর জানিয়ে দেওয়া হল, তাতে মনে করা হচ্ছে বিরাটদের বিরুদ্ধে তিনি নামতে চলেছেন। এমনিতেও মুম্বইয়ের অবস্থা ভালো নয়। চার ম্যাচে মাত্র একটি জয় পেয়েছেন হার্দিক পাণ্ডিয়ারা। লিগ টেবিলে রয়েছে অষ্টম স্থানে। এই অবস্থায় বুমরাহ ফিরলে সেটা বাড়তি আত্মবিশ্বাস জোগাবে মুম্বইকে।

আর বুমরাহর প্রত্যাবর্তনের ভিডিওটি সোশাল মিডিয়ায় ভাইরাল। যেখানে বুমরাহর ছেলে অঙ্গদকে শোনানো হচ্ছে এক সিংহের গল্প। ব্যাটার শাসিত জঙ্গলে যিনি নিজের রাজত্ব তৈরি করেছেন। সেখানে অনেক বাধাবিপত্তি এসেছে। কিন্তু সেই সিংহ কখন হার মানেনি। অবশেষে সিংহ আবার ফিরে এসেছে। এবার দেখা যাক, বুমরাহর প্রত্যাবর্তনে মুম্বইয়ের কামব্যাক হয় কি না?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub