সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ঈশ্বর’ কোহলির পা ছুঁয়েছেন তিনি। তারপর ঋতুপর্ণকে একদিনের পুলিশ হেফাজতে নেওয়া হলেও কোনও আফসোস নেই। জামিন পেয়ে তিনি জানালেন, পা ছোঁয়ার পর কী বলেছিলেন বিরাট?
শনিবার আইপিএলের উদ্বোধনী ম্যাচ খেলতে ইডেনে নেমেছিলেন বিরাট। ম্যাচ চলাকালীন হঠাৎ বর্ধমানের আঠারো বছরের এক তরুণ মাঠে ঢুকে বিরাট কোহলির (Virat Kohli) পা ধরে প্রণাম করেন। ‘ক্রিমিনাল ট্রেসপাসিং’ সেকশনে গ্রেপ্তার (Fan Arrested) করা হয় ওই বিরাটভক্তকে। তবে সেই নিয়ে কোনও অনুতাপ নেই। বরং বলেছিলেন, ‘বিরাট আমার ভগবান। বিরাটের জন্য সব করতে পারি।’
একদিনের পুলিশ হেফাজত শেষে আদালত জামিন দিয়েছে বিরাট ভক্ত ঋতুপর্ণ পাখিরাকে। তবে শর্ত দিয়েছেন বিচারক। আইপিএল চলাকালীন ইডেনের মাঠে আর ঢুকতে পারবেন না তিনি। পাশাপাশি ভবিষ্যতে ইডেনে নিরাপত্তা যাতে লঙ্ঘন করা না হয়, সেজন্য পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বিচারক।
তারপর ঋতুপর্ণ বলেন, “যখন আমি কোহলির পা ছুঁই, তখন উনি আমার নাম জিজ্ঞেস করেছিলেন। তারপর বলেন, ‘তাড়াতাড়ি এখান থেকে পালা’। এমনকী নিরাপত্তারক্ষীদের বলেছিলেন, আমাকে আঘাত না করতে।”
তবে ঋতুপর্ণর ঘটনার পর ইডেনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। বিচারকও ইডেনের নিরাপত্তায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বিচারক বলেন, “ইডেনের নিরাপত্তা যে লঙ্ঘন করা যায় তা এই তরুণ দেখিয়ে দিয়েছে। এটা কলকাতা পুলিশের কাছে একটা শিক্ষা। আশা করব পুলিশ এই ঘটনা থেকে শিক্ষা নেবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.